ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিবিধ

ইউল্যাব এর ৭ম সমাবর্তন অনুষ্ঠিত

(১ সপ্তাহ আগে) ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৫:৩৮ অপরাহ্ন

mzamin

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ৭ম সমাবর্তন, মঙ্গলবার, ৭ মে, ২০২৪ বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তনের প্রতিপাদ্য ছিল "নিউওয়ার্লড অপরচুনিটিস"। 

উক্ত অনুষ্ঠানে মাননীয় আচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা। তিনি অনুষ্ঠানটির সূচনা ও সভাপতিত্ব করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিকাশ এর প্রতিষ্ঠাতা ও সিইও,জনাব কামাল কাদীর সমাবর্তন বক্তৃতা প্রদান করেন। এছাড়া ইউল্যাব এর বোর্ড অবট্রাস্টিজের সভাপতি ড. কাজী আনিস আহমেদ এবং ইউল্যাব এর উপাচার্য অধ্যাপক ইমরান রহমান গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন।

ইংরেজীতে সিজিপিএ ৪.০০ পেয়ে স্নাতক সম্পন্ন করে ভ্যালেডিক্টোরিয়ান অ্যাওয়ার্ড অর্জন করেন মিস অমৃতা লিথী চৌধুরী। আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট উভয় প্রোগ্রামের মোট ৮ জন শিক্ষার্থী স্বর্ণপদক বিজয়ী হিসাবে পুরস্কৃত হয়েছেন। এ বছর মোট ২,৯৭৬ জন শিক্ষার্থী সার্টিফিকেট অর্জন করেছে যাদের মধ্যে ২,৩২০ জন আন্ডার গ্র্যাজুয়েট এবং ৬৫৬ জন গ্র্যাজুয়েট রয়েছেন।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status