ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

ফর্মে ফেরাতেই লিটনকে আরও সুযোগ!

ইশতিয়াক পারভেজ
৯ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

লিটন দাস ব্যাট হাতে ধুঁকছেন-ভুগছেন! এরপরও জাতীয় দলে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন এই ওপেনার। তার বাজে পারফরম্যান্সের প্রভাবও পড়ছে দলের ওপর বাজেভাবে। বিশেষ করে টি-টোয়েন্টি গেল এক বছরে তিনি হাঁকাতে পারেননি একটি ফিফটিও! এ সময়ে ১০০.৮৫ স্ট্রাইক রেটে ১০ ম্যাচে করেছেন সবমিলিয়ে ১৭৮ রান। যেখানে তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। অন্যদিকে ২০২৪ শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোল নিয়ে। আর মাত্র এক মাস পরেই বিশ্বকাপ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের এই আসরের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত। এরইমধ্যে আইসিসিকে যে দল পাঠানো হয়েছে তাতে আছেন লিটনও। কিন্তু এ বছর তার পারফরম্যান্সের গ্রাফটা যেন আরও নিম্নমুখী। বছরের শুরু থেকে এখন পর্যন্ত খেলেছেন ৭ ম্যাচ।

বিজ্ঞাপন
সবমিলিয়ে করেছেন ৯৭.৫৩ স্ট্রাইকরেটে ৭৯ রান! এরপরও তাকে চলতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেষ দুটি ম্যাচেও দলে রাখা হয়েছে। এই সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনি করেছেন ৩৬ রান। এমন পারফরম্যান্সে কেন তিনি দলে! এ নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক  দৈনিক মানবজমিনকে বলেন, ‘ বিশ্বকাপের আগে অবশ্যই লিটনের ফর্মে না থাকা আমার চিন্তার কারণ। সবাই তো তাকে নিয়ে উদ্বিগ্ন। আসলে আমরা লিটনকে নিয়ে প্রচণ্ড আশায় আছি। সবার বিশ্বাস বিশেষ করে টিম ম্যানেজমেন্টের আস্থা তার ওপর যে লিটন ফর্মে ফিরবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার মতো একজন প্রতিভাবান ক্রিকেটার আমাদের গ্লোবাল টুর্নামেন্টে প্রয়োজন আছে।’ 
২০১৫ তে জাতীয় দলে অভিষেক লিটন দাসের। এরপর থেকে জাতীয় দলের হয়ে খেলেছেন ৮০ টি-টোয়েন্টি ম্যাচ। ১০ ফিফটিতে ২৩.২৪ গড়ে ১৮.৪৯ স্ট্রাইকরেটে করেছেন ১৭৯০ রান। এখন পর্যন্ত এই ফরম্যাটে কোনো সেঞ্চুরির দেখা না পেলেও তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস। বলার অপেক্ষা রাখে না তিনি দারুণ প্রতিভাবান। কিন্তু বিশ্বকাপের আগে তিনি কি ফর্মে ফিরবেন! যদি শেষ পর্যন্ত না ফেরেন এরপরও কি থাকবেন জাতীয় দলে? আর ফর্মে ফেরাতে অন্যদের সুযোগ না দিয়ে কেন তাকে আন্তর্জাতিক ম্যাচেই বারবার খেলানো হচ্ছে! ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা আশায় আছি তিনি (লিটন) ফর্মে ফিরবেন। এখনো তার সামনে পাঁচটি ম্যাচ আছে দুটি জিম্বাবুয়ের বিপক্ষে আর তিনটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আমরা তার যোগ্যতার ওপর বিশ্বাস রাখতে চাই। হ্যাঁ, এখন সুযোগ না দেয়া ছাড়াও কোনো উপায় নেই। প্রধান কোচেরও তাকে ঘিরে একটা পরিকল্পনা আছে। সে ফর্মে  ফিরবে এটা বিশ্বাস রেখেই সুযোগ দেয়া হচ্ছে। সৌম্য সরকারকেও একইভাবে সুযোগ দেয়া হয়েছিলো। তবে একই সঙ্গে তার ফর্মে না ফেরাতো অবশ্যই চিন্তার বিষয়।’ 

যে কারণে না খেলেই বাদ ইমন 
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম তিন টি-টোয়েন্টি দলে থাকা পারভেজ হোসেন ইমন না খেলেই বাদ পড়েছেন। এ ছাড়াও আফিফ হোসেনকেও দলে রাখা হয়নি। বলার অপেক্ষা রাখে না এখানেই পরিষ্কার যে, তারা নেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশ্বকাপ পরিকল্পনাতে। তবে দারুণ ফর্মে থাকা পেসার শরিফুল ইসলামকে স্কোয়াডে রাখা হয়নি শুধুমাত্র বিশ্রাম দেয়ার চিন্তা থেকে। অন্যদিকে ১০ মাস পর ফিরেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে বিশ্রাম পাওয়া বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ডাক পেয়েছেন। চোট থেকে সেরে ওঠা টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারও ফিরেছেন। এ বিষয়ে জাতীয় দলের আরেক নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের দলে তিনটা পরিবর্তন এসেছে। সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান দলে এসেছে। এ ছাড়াও শরিফুলকে মূলত বিশ্রাম দেয়া হয়েছে পরিবারকে সময় দেয়ার জন্য এবং আপনারা সবাই জানেন, মোস্তাফিজকেও আমরা একই কাজ করেছি।’ 
অন্যদিকে না খেলেই ইমনের বাদ পড়া নিয়ে রাজ্জাক বলেন, ‘সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে যে, ও কী অবস্থায় আছে। এজন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে।’ 
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status