ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড

এমবাপ্পে বললেন ‘আমিই দায়ী’

স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

আবারো চ্যাম্পিয়নস লীগ শিরোপার স্বপ্ন ভাঙলো প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। ফাইনালে উঠতে না পারায় নিজেকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সবচেয়ে বড় তারকার অকপট স্বীকারোক্তি, তিনি যথেষ্ট ভালো খেলতে পারেননি। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে একটি গোলও করতে পারেননি এমবাপ্পে । প্রথম লেগে ঘরের মাঠে ১-০ ব্যবধানে জয়ী বরুশিয়া ডর্টমুন্ড দ্বিতীয় লেগে পিএসজির মাঠেও পায় একই ব্যবধানে জয়।  প্রথম লেগে বরুশিয়ার মাঠ থেকে হেরে আসার পরও আত্মবিশ্বাসী ছিল পিএসজি। কোচ লুইস এনরিকে বলেছিলেন, ফাইনালে তার দল যাবেই। ঘরের মাঠে সেই তাড়নাও তাদের ছিল। বল তাদের পায়ে ছিল ৭০ শতাংশ সময়। গোলে শট নেয় তারা ৩০টি।

বিজ্ঞাপন
কিন্তু আসল কাজেই ব্যর্থ। একবারও বল ঢোকেনি জালে। উল্টো দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল করে বসে বরুশিয়া। ম্যাচজুড়ে দুর্দান্তভাবে রক্ষণভাগ সামলে জার্মান দলটি জিতে নেয় লড়াই।  দুই লেগেই এমবাপ্পে ছিলেন একরকম নিজের ছায়া হয়ে।

 গোলের জন্য দলের আশা-ভরসার কেন্দ্রে থাকেন তিনিই। কিন্তু তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। ম্যাচ শেষে এই ফরাসি ফরোয়ার্ড বললেন, সবটুকু ব্যর্থতা মেনে নিতে তার আপত্তি নেই। এমবাপ্পে বলেন, “চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে সহায়তা করতে, কিন্তু যথেষ্ট ভালো করতে পারিনি। বক্সের ভেতর কার্যকারিতার কথা বললে তো আমার দিকেই তাকিয়ে থাকে দল। গোল করতে হলে আমারই করা উচিত, কার্যকর হওয়া উচিত। সবকিছু ভালোভাবে হলে তো প্রাদপ্রদীপের আলো আমার ওপরই পড়ে, ভালো করতে না পারলে দায় আমারই নিতে হবে। এতে সমস্যা নেই।” এমবাপ্পে বলেন, “আজকে রাতে প্রথম যদি কারও গোল করা উচিত ছিল, সেটা আমিই। জীবন এরকমই এবং সামনে এগিয়ে যেতে হবে, আমাকে এবং দলকেও।” দ্বিতীয় লেগে চার দফায় ডর্টমুন্ডের পোস্টে বাধাগ্রস্ত হয়েছে পিএসজির প্রচেষ্টা। দুই লেগ মিলিয়ে মোট ছয়বার বল লেগেছে পোস্টে। তবে এটিকে দুর্ভাগ্য মানতে নারাজ এমবাপ্পে। বরং এখানেও নিজেদের ব্যর্থতাই দেখছেন ২৫ বছর বয়সী তারকা। তিনি বলেন, “দুভার্গ্য নিয়ে কথা বলতে ভালো লাগে না আমার। যথেষ্ট ভালো যদি খেলতাম আমরা, তাহলে বল পোস্টে লাগত না, ভেতরেই যেত। আজকে আমরা আক্রমণভাগের ফুটবলাররা যথেষ্ট ভালো ছিলাম না।” 

বল পায়ে রাখার লড়াইয়ে এগিয়ে থাকা মানেই যে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকা নয়, সেটিও মনে করিয়ে দিলেন এমবাপ্পে। তার মতে, ডর্টমুন্ড তাদের চেয়ে বেশি কার্যকর ফুটবল খেলেছে। এমবাপ্পে বলেন, “জানি না, তারা আমাদের চেয়ে ভালো ছিল কি না। তবে ওদেরকে হেয় করার প্রয়োজন তো নেই। আমার বিনীত মতামত হলো, দুই পাশের বক্সেই তারা আমাদের চেয়ে কার্যকর ছিল। ওরা স্রেফ দু-একবার আমাদের বক্সে এসেছে এবং তাতেই স্কোর করেছে। আমরা অনেকবার তাদের বক্সে গিয়েও গোল করতে পারিনি। এটিই সত্য।” পিএসজির হয়ে ছয়বার ফরাসি লিগজয়ী তারকার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এতে অধরাই রইলো। ২০১৯-২০ মৌসুমে ফাইনালে তারা হেরেছিল বায়ার্ন মিউনিখের কাছে। তবে তার বিশ্বাস, এই ক্লাব একদিন ইউরোপের সেরা হবেই। এমবাপ্পে বলেন, “আমরা অবশ্যই হতাশ। তবে সবকিছুই হতাশাজনক নয়। এবার আমরা সেমি পর্যন্ত এসেছি। এখান থেকেই নিজেদের আরও গড়ে তুলতে হবে এবং কাজ করে যেতে হবে। আমি নিশ্চিত, আমরা একদিন লক্ষ্যে পৌঁছতে পারব।” তবে সব গুঞ্জন সত্যি হলে পিএসজিতে আর থাকছেন না এমবাপ্পে। পিএসজির চ্যাম্পিয়নস লীগ অভিযান শেষ হওয়ার পর তার দলবদল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দ্রুতই আসবে বলে ধারণা করা হচ্ছে। এ দিন তাকে জিজ্ঞেসও করা হলো এটা নিয়ে। তবে রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে প্রশ্নের উত্তরে তিনি কিছু বললেন না, স্রেফ চোখ নাচিয়ে হাঁটা দিলেন।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status