ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

দেশের শিল্প কারখানায় পানির চাহিদা মেটাতে কাজ করবে ডুপন্ট।

অর্থনৈতিক রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৭:৩০ অপরাহ্ন

শিল্প কারখানায় ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে বাংলাদেশে কাজ করতে চায় বিশ্বের শীর্ষ বর্জ্যপানি পরিশোধনকারী কোম্পানি ডুপন্ট। বৃহস্পতিবার ঢাকায় একটি হোটেলে দিনব্যাপি সেমিনারে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির প্রতিনিধিরা এ লক্ষ্যের কথা জানান।
অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন সেমিনার উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ডুপন্ট ইন্ডিয়ার পরিচালক ক্রিস ফারনান্দেস, ওয়াটার টেকনোলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাবিব। দেশের শীর্ষ শিল্প গ্রুপগুলোর প্রায় দুইশ প্রতিনিধি সেমিনারে অংশ নেন। বাংলাদেশে সেবা বিস্তারে ডুপন্টের ব্যবসায়ীকে অংশীদার ওয়াটার টেকনোলজি বাংলাদেশ।   
আলোচনায় বেজা নির্বাহী চেয়ারম্যান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানির চাহিদা মেটাতে সমুদ্রের নোনাপানি পরিশোধন করা হতে পারে। সমুদ্রের পানি পরিশোধনে প্রস্তাব দিতে কোম্পানিগুলোকে আহ্বানও জানান তিনি।
বেজা নির্বাহী চেয়ারম্যান জানান, ২০৪০ সাল নাগাদ বঙ্গবন্ধু শিল্পনগরে দিনে একশ কোটি লিটার পানির চাহিদা তৈরি হবে। পানির চাহিদা মেটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। বেজা নির্বাহী চেয়ারম্যান জানান, বর্তমানে গভীর নলকূপের মাধ্যমে প্রতিদিন ৫ কোটি লিটার পানি উত্তোলন করা হচ্ছে। আরও ১০ কোটি লিটার পানি পেতে দুটি পরিশোধনাগার নির্মাণ করা হচ্ছে।

বিজ্ঞাপন
বেজা নির্বাহী চেয়ারম্যান জানান, মেঘনা ও ডাকাতিয়া নদী থেকে দিনে ৫০ কোটি লিটার উত্তোলনে চট্টগ্রাম ওয়াসার মাধ্যমে একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা আছে।
বজা নির্বাহী চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু শিল্পনগর ছাড়াও সাবরাং ট্যুরিজম পার্ক, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল, চীনা অর্থনৈতিক অঞ্চল, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে পানির চাহিদা পূরণ কঠিন হবে। তবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে এ সমস্যার সমাধান সম্ভব।
ডুপন্ট ইন্ডিয়ার পরিচালক ক্রিস ফারনান্দেস বলেন, ভবিষ্যতের জন্য নিরাপদ পানি নিশ্চিতে ডুপন্ট একটি প্রযুক্তিনির্ভর বিপ্লব ঘটাতে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির মধ্যে আছে রিভার্স অসমোসিস, আল্ট্রাফিলট্রেশন এবং আরও অনেক উদ্ভাবন।
ওয়াটার টেকনোলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাবিব বলেন, পানি পরিশোধন ও শিল্পের জন্য নিরাপদ পানি নিশ্চিতে আমরা সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গী নিয়ে এগোতে চাই। এতে লক্ষ্য অর্জন সহজ হবে।     
শিল্প কারখানার পানি পরিশোধন, সমুদ্রের পানি পরিশোধনসহ পানির চাহিদা পূরণে বিশ্বব্যাপি প্রযুক্তি নির্ভর সেবা দেয় ডুপন্ট। ক্রমবর্ধমান শিল্পায়ন ও নগরায়নের কথা বিবেচনা করে বাংলাদেশেও ব্যবসা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status