ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

বিজিএপিএমইএ নির্বাচনে ২৩ দফা প্রতিশ্রুতি ঐক্য পরিষদের

অর্থনৈতিক রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৭:৩৫ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স 
এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) দ্বি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল ঐক্য পরিষদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩৩ বছর প্রথমবারের মতো আগামী ১১ই মে ঢাকা ও চট্টগ্রামে বিজিএপিএমইএ-এর নির্বাচন অনুষ্ঠিত হবে।

গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতকে স্মার্ট ও গতিশীল করতে ২৩ দফা প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্য পরিষদ প্যানেলের নেতা ও আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার।

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে ঐক্য পরিষদের 'প্রার্থী পরিচিতি' অনুষ্ঠানে মো. শাহরিয়ার বলেন, তার প্যানেলকে নির্বাচিত করলে গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের উন্নয়নে আগামী দুবছর নিজেদেরকে শতভাগ নিয়োজিত রাখবেন।

ঐক্য পরিষদের ইশতেহারের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে তৈরি পোশাকের ন্যায় বিজিএপিএমইএ'র মাধ্যমে এ শিল্পের আমদানি প্রাপ্যতা (ইউপি) ইস্যু ও এর মেয়াদ এক বছর থেকে তিন বছরে উন্নীত করার ব্যবস্থা করানো, স্মার্ট এসওপির মাধ্যমে সদস্যদের সেবা দেয়া ও একটি সেবা সেল গঠন করা।

এছাড়া রপ্তানি মূল্য আদায় সেল গঠন করে বকেয়া আদায়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা, পূর্বাচলে বিজিএপিএমইএ'র জন্য বরাদ্ধকৃত তিন বিঘা জমির রেজিস্ট্রেশন ও বিজিএপিএমইএ ইনস্টটিউট অব প্যাকেজিং (বিপা) স্থাপনে কার্যক্রম শুরু করা।

এছাড়া বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে শিল্পের বিভিন্ন সমস্যার সমাধান ও বিজিএমইএ-বিকেএমইএসহ এ শিল্পসংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে পূর্বের ন্যায় সম্পর্ক স্থাপন করে তা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্য পরিষদ প্যানেল লিডার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ'র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান। ভোটারদেরকে এ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নিতে অনুরোধ জানিয়ে শাহরিয়ারের প্যানেলের জন্য শুভ কামনা জানান তিনি।

অনুষ্ঠানে বিজিএমইএ'র সভাপতি এসএম মান্নান কচি বলেন, আগামী দিনে বিজিএপিএমইএ'র নতুন নেতৃত্বকে সঙ্গে নিয়ে তারা তৈরি পোশাক খাতের উন্নয়নে একযোগে কাজ করতে চান।

অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী ঐক্য পরিষদের ২১ জন প্রার্থীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বিজিএপিএমইএ'র সাবেক সভাপতি সফিউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম তার সংসদীয় এলাকায় অবস্থিত প্রতিটি কারখানা মালিকের কাছে মো. শাহরিয়ারের নেতৃত্বের প্রতি সমর্থন চাইবেন বলে প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিকেএমইএ'র সহ-সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ।

গত ১৩ই ফেব্রুয়ারি বিজিএপিএমইএ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২০২৪–২৬ মেয়াদের জন্য এ নির্বাচন হবে। নির্বাচন বোর্ডের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৫) ড. মো. রাজ্জাকুল ইসলাম।

বিজ্ঞাপন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status