ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল মালিকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৪ এপ্রিল ২০২৪, বুধবার

চট্টগ্রামে দু’জন চিকিৎসককে মেরে আহত করার ঘটনায় এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত বেসরকারি হাসপাতালে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা। আর এই ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনরা। 
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার রাতে বলা হয়, পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশের ওপর হামলাকারী ছৈয়দ চেয়ারম্যানসহ অন্য আসামিদের গ্রেপ্তার ও চট্টগ্রাম মেডিকেল সেন্টারে এনআইসিইউতে কর্তব্যরত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলার মূল আসামিসহ জামিনপ্রাপ্তদের জামিন বাতিলের দাবি ও অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত ১৭ই এপ্রিল বিএমএ চট্টগ্রাম শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম শাখা, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি, বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি ও অন্যান্য চিকিৎসক সংগঠনের যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন কর্মসূচি দেয়। 

কর্মসূচির মধ্যে আছে- মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার প্রাইভেট প্র্যাকটিস (ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা) বন্ধ থাকবে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকে আগের ভর্তি রোগীর চিকিৎসাসেবা চলবে। ডায়াগনস্টিক সেন্টারে পূর্বের রোগীর রিপোর্ট ডেলিভারি দেয়া যাবে, কোনো নতুন রোগী এন্ট্রি বা সেবা দেয়া যাবে না। চট্টগ্রাম নগরের ডেল্টা হসপিটালের কর্মকর্তা অহিদুল আলম  বলেন, ‘আজকে সকাল থেকে আমাদের এখানে নতুন কোনো রোগী  ভর্তি করানো হচ্ছে না। ডাক্তাররা চেম্বার করছেন না। কোনো টেস্ট করানো হচ্ছে না। তবে আগে থেকে ভর্তি থাকা রোগীদের যথাযথ সেবা দেয়া হচ্ছে।’
সরজমিন নগরীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, বেসরকারি হাসপাতালগুলোর সামনে ঝুলছে ব্যানার তাতে লিখা আছে- সকল প্রকার সেবা থেকে বিরত থাকবেন তারা। আর  এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন এখানে আসা রোগী ও তাদের স্বজনরা। অনেকে মুমূর্ষু রোগীদেরকে নিয়ে এসে আবার ফেরত যাচ্ছেন।

বিজ্ঞাপন
যে কারণে  সরকারি হাসপাতালগুলোতে চাপ বেড়েছে। অনেকে সেখান থেকেও চিকিৎসা না নিয়েই  ফেরত যাচ্ছেন। ফটিকছড়ি থেকে আসা মোহাম্মাদ জমির উদ্দিন বলেন, আজকে (মঙ্গলবার) ডাক্তারের সিরিয়াল ছিল। গরমের মধ্যেও এত দূর থেকে তাই এসেছি। এসে জানলাম ডাক্তারদের স্ট্রাইক চলছে। কী করবো  এখন বুঝতে পারছি না। 

পটিয়া থেকে ইবনে সিনা হাসপাতালে আসা ফাতেমা বেগম বলেন, ডাক্তারের কাছে এসেছি অনেক দূর থেকে। এখন ডাক্তার নেই। আবার ফিরে যেতে হবে। বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে মঙ্গলবারের পর আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করবো। যদি এরমধ্যে আমাদের দাবি পূরণ হয়ে যায় তাহলে কর্মসূচি প্রত্যাহার করবো কিনা সিদ্ধান্ত নিবো। 
প্রসঙ্গত, গত ১১ই এপ্রিল পটিয়া উপজেলার পটিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রক্তিম দাশকে হাসপাতালেই পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত এক রোগীকে চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগ এনে ডা. রক্তিমকে পেটান আহত রোগীর স্বজনরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন রক্তিম। অন্যদিকে পহেলা বৈশাখের দিন (১৪ই এপ্রিল) নগরীর বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে এনে হামলার শিকার হন হাসপাতালটির দায়িত্বরত চিকিৎসক ডা. রিয়াজ উদ্দিন শিবলু। বর্তমানে এই চিকিৎসকও চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আছেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status