ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

টঙ্গীর সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ঢাকা ও টঙ্গী
৩ মে ২০২৪, শুক্রবার

গাজীপুরের টঙ্গীতে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খানের (উপ-সচিব) নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে গুড়িয়ে দেয়া হয় দখল হওয়া জায়গায় গড়ে ওঠা মার্কেট ও মসজিদ। জানা গেছে, প্রায় ২০ বছর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কয়েক কোটি টাকার জায়গা দখল করে একটি মহল সংসর উদ্দিন নামে একটি মার্কেট গড়ে তোলে। এরপর সেখান থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ভাড়া আদায় করে। সম্প্রতি দখল ধরে রাখতে কৌশল পাল্টিয়ে তারা মার্কেটের পাশে রিদিশা নিটেক্স লিমিটেডের প্রবেশ পথে পাকা মসজিদ নির্মাণে উদ্যোগী হয়। স্থানীয়রা জানান, ষাটের দশকের শুরুতে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন টঙ্গী শিল্পাঞ্চলের (শিল্প জোনের) জন্য টঙ্গীর আউচপাড়া মৌজার সৈলারগাতী ও হিমারদীঘি গ্রামের ৭ বিঘা ১৭ কাঠা আধা ছটাকসহ আশপাশের জায়গা অধিগ্রহণ করা হয়। এর পাশেই সড়ক ও জনপথের বিভাগের জন্য জমি অধিগ্রহণ করা হয়। সড়ক ও জনপদের জমিটি স্থানীয় একটি মহল প্রায় ২৫ বছর ধরে দখল করে রাখে। দখল হওয়া জমিটি ২০০৩ সালে সওজ উদ্ধার করতে সক্ষম হলেও পুনরায় দখল করে সংসর উদ্দিন মার্কেট গড়ে তোলা হয়।

বিজ্ঞাপন
এ দখলদারীর সঙ্গে জড়িত স্থানীয় সংসর উদ্দিনের আত্মীয়স্বজনরা। ইতিমধ্যে মার্কেট তৈরি করে তারা কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরজমিন দেখা যায় আবুল বাশার নামের এক ব্যবসায়ীর কাছ থেকে সংসর উদ্দিনের আত্মীয়স্বজনরা দোকান বরাদ্দের নামে ৬ লাখ টাকা অগ্রিম নিয়েছে। তার সঙ্গে আরেক ব্যবসায়ী মিয়ামি বাস কাউন্টারের মালিক দোকানের অগ্রিম বাবদ ২ লাখ টাকা দিয়েছে জানায়। এভাবে প্রায় অবৈধভাবে গড়ে ওঠা সরকারি জায়গায় মার্কেট নির্মাণ করে ৩০টি দোকান বাবদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে ব্যবসায়ী আবুল বাশার মানবজমিনকে জানান, সরকারি জায়গায় মার্কেট নির্মাণ করে আমাদের কাছ থেকে দোকান বরাদ্দের নামে টাকা নিয়েছে। বিষয়টি আমরা আগে জানতাম না।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status