ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সৌম্যকে দিতে হবে ফিটনেস টেস্ট

স্পোর্টস রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

গত ১৮ই মার্চ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে বাউন্ডারি বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পান সৌম্য সরকার। ওই সময় মাথাতে আঘাত লাগায় কনকাশন বদলি নামানো হয়। এই চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লীগেও খেলতে পারেননি তিনি। অবশেষে মাঠে ফিরেছেন মারকুটে এই ব্যাটার। গেল ১৬ই এপ্রিল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সৌম্যকে নেটে ব্যাটিং করতে দেখা গেছে। এরপর থেকে তিনি নিয়মিতই আসছেন মাঠে। গতকালও করেছেন লম্বা সময় অনুশীলন। জিম্বাবুয়ের বিপক্ষে তাকে রাখা হয়েছে প্রস্তুতি ক্যাম্পের ১৭ সদস্যের দলেও। তবে তাকে মূল দলে থাকতে হলে দিতে হবে ফিটনেস পরীক্ষা। ২৭শে এপ্রিল তিনি এই পরীক্ষা দিবেন।

বিজ্ঞাপন
যদি  সেখানে উতরে যান তবেই জায়গা হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে। মূলত তার যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলে থাকাই নয় আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকাও নির্ভর করছে তার ফিটনেসের উন্নতির ওপর। প্রশ্ন হচ্ছে কতোটা ফিট সৌম্য! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী দৈনিক মানবজমিনকে জানিয়েছেন সৌম্যর উন্নতি বেশ আশাব্যঞ্জক। এখন পুরোপুরি সেরে উঠেছেন তিনি। ম্যাচ ফিটনেসের জন্য আরও কিছুটা সময় পেলে দ্রুত ফিরতে পারবেন বলেই আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘সৌম্য সরকার এখন বেশ ফিট। তার দিন দিন উন্নতি হচ্ছে। তবে জিম্বাবুয়ে সিরিজে তিনি খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে ফিটনেস টেস্টের পর। আমরা ২৭শে এপ্রিল তার একটি টেস্ট নিবো। সেখানেই তার বোঝা যাবে ম্যাচ খেলার জন্য তিনি কতোটা প্রস্তুত। এখনই বলতে পারবো না বিশ্বকাপ দলে বা অন্য কোনো আসরে তিনি খেলতে পারবেন কিনা। চূড়ান্ত টেস্ট না করে আমরা বলতে চাইও না।’ 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status