খেলা
এসি মিলানকে হারিয়েই শিরোপা জিতলো ইন্টার মিলান
স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, বুধবারজিতলেই চ্যাম্পিয়ন, এমন ম্যাচে শুরুতেই এগিয়ে গেল ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধানও বাড়িয়ে নিলো তারা। এরপর একটি গোল শোধ করে নাটকীয়তার আভাস দিলো এসি মিলান। এরপর আবার শেষদিকে তিন লাল কার্ডে ছড়ালো বাড়তি উত্তেজনা। তবে শেষ পর্যন্ত ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার। এতে করে পাঁচ ম্যাচ হাতে রেখে সিরি আ’র শিরোপা জিতে নেয় সিমোনে ইনজাগির দল। সান সিরোয় সোমবার রাতে সিরি আ’র ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে ২০তম লীগ শিরোপা জেতে ইন্টার মিলান। ২০২১ সালে দলটির দায়িত্ব নিয়ে কোচ হিসেবে প্রথম সিরি আ জয়ের স্বাদ পেলেন ইন্টার কো ইনজাগি। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকা এসি মিলান গোলের জন্য কিংবা লক্ষ্যে শট রাখায়ও আধিপত্য করে। মোট ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে তারা, যেখানে ইন্টারের ১১ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৩টি। এদিন ম্যাচের ১৮তম মিনিটে কর্নারের বলে বাঁজামাঁ পাভার্দের হেড পাস পেয়ে কাছ থেকে হেডেই ইন্টারকে এগিয়ে নেন ইতালিয়ান ডিফেন্ডার ফ্রান্সেসকো আচের্বি। এরপর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম। ৮০তম মিনিটে এক গোল শোধ করে এসি মিলান। কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করেন ফিকায়ো তোমোরি। এক গোল শোধ করে ভয়ঙ্কর হয়ে ওঠে তারা। ইন্টারের রক্ষণে আক্রমণের বন্যা বইয়ে দেয় দলটি। তবে তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলায় বেশ উত্তাপ ছড়ায়। বিতণ্ডায় জড়িয়ে একই সঙ্গে লাল কার্ড দেখেন এসি মিলানের ডিফেন্ডার থিও এরনঁদেজ ও ইন্টারের ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস। খানিক বাদে প্রতিপক্ষের একজনকে কনুই মেরে ডিফেন্ডার দাভিদে কালাব্রিয়াও বহিষ্কার হলে ৯ জনে পরিণত হয় এসি মিলান। এর কিছুক্ষণ পরই শেষ হয় খেলা, উল্লাসে মেতে ওঠে ইন্টার শিবির। সিরি আ’র চলতি আসরে এখন পর্যন্ত একটি ম্যাচই হেরেছে ইন্টার মিলান, গত সেপ্টেম্বরে সাস্সুয়োলোর বিপক্ষে। সেই থেকে অজেয় দলটির অর্জন ৩৩ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে ৮৬ পয়েন্ট। ১৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান।