ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

তৃতীয় দফায় মেয়াদ বাড়লো টোকিও’র বাংলাদেশ দূতের

কূটনৈতিক রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

ফের চুক্তির মেয়াদ বেড়েছে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদের। ৬ মাসের জন্য টোকিওতেই বাংলাদেশ দূত হিসেবে নতুন চুক্তি পেয়েছেন তিনি। সচিব হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রুটিন চাকরি সম্পন্ন করা শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রদূত হিসেবে তৃতীয় দফায় সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিলো। ২১শে এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ঘোষিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত প্রাক্তন সচিব শাহাবুদ্দিন আহমেদকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় অনুরূপ শর্তে ২০২৪ সালের ১লা জুলাই বা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাসের জন্য একই পদে আবারো চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রদূত হওয়ার আগে সরকারের সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব সামলানো ছাড়াও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানের ওপর স্নাতকোত্তর ডিগ্রি নেয়া শাহাবুদ্দিন আহমেদ পরবর্তীতে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফিন্যান্সে এমএস ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালের ১লা জানুয়ারি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান সেই সময় অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত সচিব শাহাবুদ্দিন আহমদ। সেদিন অভোগকৃত পিআরএল স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। ২০২৩ সালের ডিসেম্বরে ৩ বছর পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় দফায় দেড় বছরের জন্য সেই চুক্তির মেয়াদ বৃদ্ধি করে সরকার। সে হিসেবে আগামী জুনে তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল। ২০১৯ সালের ২০শে ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে শাহাবুদ্দিন আহমদ অবসরোত্তর ছুটিতে যান।
 

বিজ্ঞাপন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status