ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

রাজধানীতে দুই যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল ২০২৪, শনিবার

রাজধানী ঢাকায় পৃথক ঘটনায় দুই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তারা হলেন- রামপুরা বনশ্রী এলাকার মো. সুমন মিয়া (২০) ও খিলগাঁও সিপাহীবাগ এলাকার মো. জামাল (২২)।  পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বনশ্রী এলাকার একটি বাসায় শুক্রবার রাত ৩টার দিকে গলায় ফাঁস দেন সুমন মিয়া। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মো. রুবেল মিয়া জানান, সুমন পেশায় গাড়ি চালক। পারিবারিক কলহের জের ধরে বাথরুমের  গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন। নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার তালমা গ্রামে। বাবার নাম তোতা মিয়া। বর্তমানে রামপুরা বনশ্রী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

অন্যদিকে খিলগাঁও সিপাহীবাগ এলাকার একটি বাসায় গতকাল ভোর ৪টার দিকে গলায় ফাঁস দেন জামাল। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন
সেখানেই চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আল হাসান জানান, সিপাহীবাগের শাহিনুরবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা আশেপাশের লোকের মুখে জানতে পেরেছি নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে গলায় ফাঁস দিয়েছে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামে বাড়ি জামালপুর সদর জেলার জাফর সাইল গ্রামে। বাবার নাম নুর মিয়া। বর্তমানে সিপাহীবাগ শাহনুরবাগ এলাকায় থাকতেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status