ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সিলেটে সংবাদ সম্মেলন

বউয়ের পরকীয়া প্রেমিকের হুমকিতে নিরাপত্তাহীন রাজন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

স্ত্রীর পরকীয়া প্রেমিক ইমরানের হুমকিতে দুই সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন নগরীর কুয়ারপাড় ইঙ্গুলাল রোডের ফুল মিয়ার ছেলে মো. রাজন। এ ব্যাপারে তিনি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় জিডিও করেছেন। জিডিতে দুই শিশু-সন্তানসহ নিজের নিরাপত্তা চেয়েছেন রাজন। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেও তিনি সন্তানসহ নিজের নিরাপত্তার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে রাজন জানান, ১২ বছর আগে একই এলাকার সুরুজ মিয়ার মেয়ে শাহানা বেগমকে তিনি বিয়ে করেছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ের বয়স ১১ বছর। তিনি বলেন, ‘সম্প্রতি আমার স্ত্রীর অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে আমি খোঁজ নিয়ে জানতে পারি, সে নগরীর লালাদীঘিরপাড়ের ২৭নং বাসার এরশাদ মিয়ার ছেলে ইমরানের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ অবস্থায় তার সঙ্গে আমার ঝগড়াঝাটি লেগেই ছিল। একপর্যায়ে গত ১৪ই এপ্রিল ইমরান আমার কাছে আসে এবং শাহানাকে তালাক দিতে চাপ  দেয়। আমি তা অস্বীকার করলে সে আমার দুই সন্তানসহ আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি শঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করি। সংবাদ সম্মেলনে রাজন আরও অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রীকে গত ১৪ই এপ্রিল ইমরান নিয়ে গেছে এবং তার বোনের কাছে রেখেছে। সে তাকে  প্ররোচিত করে আমার জিডি’র বিপরীতে আমার এবং শাহানার ফুফাতো ভাই ফকির এবং তার বন্ধু বাদলের বিরুদ্ধে মিথ্যা- বানোয়াট অভিযোগ করে আবার তা প্রত্যাহারও করেছে।’ সার্বিক পরিস্থিতিতে আতঙ্কিত রাজন যখন-তখন ইমরান ও তার পক্ষের লোকজনের হামলার শঙ্কায় শঙ্কিত। তিনি তার নিজের এবং দুই ছেলেমেয়ের জীবনের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী ও ১১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব বাবলুসহ পুলিশ প্রশাসন এবং সচেতন এলাকাবাসীর হস্তক্ষেপ চেয়েছেন।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status