বিশ্বজমিন
টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ফিলিস্তিনি সাংবাদিক
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৩ অপরাহ্ন

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে স্থান পেয়েছেন ফিলিস্তিনি ফটোসাংবাদিক মোতাজ আজাইজা। গাজা যুদ্ধে প্রায় চার মাস তিনি সেখানে অবস্থান করেন। জীবনের ঝুঁকি নিয়ে যেসব ছবি তুলেছেন, তা মানবাত্মাকে কাঁদিয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারী এক কোটি ৮২ লাখ। টুইটারে অনুসারী ১১ লাখ। গাজা সংকটে তিনি সচেতনতা বৃদ্ধি করেছেন। উল্লেখ্য, টাইম ম্যাগাজিন ‘দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অব ২০২৪’ তালিকা প্রকাশ করেছে। তাতে বিশ্বের নামিদামি ব্যক্তিদের মধ্যে আছেন মোতাজ আজাইজা। গাজায় অবজস্থানকালে ২৫ বছর বয়সী এই সাংবাদিকের অস্ত্র ছিল একটি ক্যামেরা এবং জীবনরক্ষাকারী একটি জ্যাকেট। তাতে ইংরেজিতে লেখা ‘প্রেস’। ইসরাইলের ভয়াবহ বোমা হামলার মধ্যে তিনি ছুটে বেরিয়েছেন। ছবি তুলেছেন বাস্তুচ্যুত পরিবারগুলোর, প্রিয়জন হারিয়ে আর্তনাদে ফেটে পরা মায়ের-বোনের, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একজন পুরুষের। তার তোলা ছবিগুলো গাজার ভয়াবহতা ফুটিয়ে তুলেছে। তিনি এসব ছবি তুলেছেন, যখন গাজায় আন্তর্জাতিক কোনো সাংবাদিকের প্রবেশের অনুমতি নেই। টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতিতে তিনি বলেন, তিনি তার দেশের নামকে তুলে ধরতে পেরে সত্যিই খুব খুশি। তিনি বলেন, ইহুদিদের কবল থেকে, দখলদারদের কবল থেকে একদিন ফিলিস্তিন মুক্ত হবেই।