বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ
স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবারবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আজ। ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ। এ উপলক্ষে পুরো রমজান মাসব্যাপী প্রচারণা চালিয়েছেন দুই প্যানেলের প্রার্থীরা। বিশেষ করে মিশা-ডিপজল প্যানেল প্রায় প্রতিদিনই প্রচারণায় অংশ নিয়েছেন। এদিকে মাহমুদ কলি-নিপুণ প্যানেল প্রচারণার সময় পেয়েছে কম। কারণ নিপুণ সভাপতি হিসেবে মাহমুদ কলির নাম ঘোষণা করেন বেশ পরে। এদিকে নিপুণের আগের প্যানেলের অনেকেই যোগ দিয়েছেন মিশা-ডিপজল প্যানেলে। এরমধ্যে রয়েছেন অভিনেতা ডি এ তায়েব, নানা শাহ, অভিনেত্রী শাহনূর প্রমুখ। তাছাড়া আগের প্যানেলের সাইমন সাদিক, কেয়াসহ অনেকেই নির্বাচন করছেন না। অবশ্য সাইমন আগের প্যানেল থেকে সহ-সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছিলেন। এবার বেশকিছু নতুন মুখ নিয়ে মাহমুদ কলি-নিপুণের প্যানেল গঠিত হয়েছে। এই প্যানেলে যোগ দিয়েছেন গতবারের শিল্পী সমিতির নির্বাচনের আলোচিত নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। নিপুণ তার বিরুদ্ধে তিনটি চুমু চাওয়ার অভিযোগ এনেছিলেন গত নির্বাচনে। সেই পীরজাদাকেই এবার দলে ভিড়িয়েছেন নিপুণ। অন্যদিকে জায়েদ খান এবার নির্বাচন করবেন না, আগেই সেটা ঘোষণা দিয়েছিলেন। তবে গতবারের মতো এবার নির্বাচন নিয়ে তেমন একটা উত্তাপ নেই। বিষয়টি নিয়ে আলোচনাও কম। এবার নির্বাচনে মোট ভোটার ৫৭১ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৫০ জন। জায়েদ-মিশা প্যানেল ক্ষমতায় থাকাকালে অনেকের ভোটাধিকার বাতিল হয়েছিল। এরপর কাঞ্চন-নিপুণ প্যানেল বিজয়ী হয়ে এসে উচ্চ আদালত থেকে ১০৩ জন ভোটাধিকার ফিরে পান। নতুন ও ভোটাধিকার ফিরে পাওয়া ১৫৩ জন ভোটার এবার নির্বাচনে প্রভাব ফেলতে পারেন।