ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

এফএ কাপের সেমিফাইনাল এখন ম্যানইউ’র কাছে ‘চ্যাম্পিয়ন্স লীগ’ ফাইনালের মতো

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের স্বপ্ন আপাতত এফএ কাপকে ঘিরে। এটিকেই এখন বড় গুরুত্ব দিচ্ছে রেড ডেভিলরা। এবারের ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা স্বপ্ন চুরমার হয়ে গেছে আগেই। শীর্ষ চারে থাকাও এখন প্রায় অসম্ভব। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে অভিযান শেষ। ইংলিশ লীগ কাপেও ব্যর্থ।  আর ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা বললেন, এফএ কাপেই এখন চ্যাম্পিয়ন্স লীগের মতো করে লড়তে নামবেন তারা। এফএ কাপের সেমিফাইনালে আগামী রোববার ইউনাইটেডের প্রতিপক্ষ কভেন্ট্রি সিটি। প্রিমিয়ার লীগের দল নয় এটি, এমনকি দ্বিতীয় সারির প্রতিযোগিতা ইংলিশ ফুটবল লীগ চ্যাম্পিয়নশিপেও পয়েন্ট তালিকায় আট নম্বরে আছে তারা। তবে তাদেরকে হালকা ভাবে দেখছেন না ওনানা।

বিজ্ঞাপন
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের গোলকিপার বলেন, “বড় ফাইনাল ম্যাচের মতোই লড়াই করবো আমরা, চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের মতো। কারণ দিনশেষে ম্যাচটি ‘ট্রিকি’ হতে পারে, ওদেরকে সম্মান না করলে ওরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। প্রিমিয়ার লীগের প্রতিপক্ষের মতো ওদেরকে দেখবো আমরা।” ম্যানচেস্টার ইউনাটেডের ক্যামেরুনিয়ান তারকা বলেন, “ওরা সেমিফাইনালে উঠে এসেছে মানে, সেই মান ও যোগ্যতা ওদের আছে। আমাদের জন্য তাই জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। জেতার মতো মানসিকতা নিয়ে আমরা যাব সেখানে। ওদের বিপক্ষে ম্যাচটি কোনোভাবেই হারা যাবে না। ওদের প্রতি সবটুকু সমীহ দেখিয়েই ইতিবাচক মানসিকতা নিয়ে যাব আমরা। অবশ্যই জিততে হবে আমাদের।” ইংলিশ প্রিমিয়ার লীগে এখন সাত নম্বরে আছে ইউনাইটেড। ছয়ে থাকা দলের চেয়ে পিছিয়ে ১০ পয়েন্টে। লীগ কাপে তারা বিদায় নিয়েছে কোয়ার্টার-ফাইনালের আগে। চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিয়েছে তারা গ্রুপের সবার নিচে থেকে। এফএ কাপেও তাদের কাজটা সহজ নয়। কভেন্ট্রিকে হারাতে পারলে ফাইনালে তাদেরকে লড়তে হবে ম্যানচেস্টার সিটি কিংবা চেলসির সঙ্গে। দলের যেমন এতটা বাজে অবস্থা, তেমনি নড়বড়ে ছিলেন ওনানাও। এই মৌসুমে ইউনাইটেডে আসার পর শুরুটা ভালো করতে পারেননি তিনি। আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছিল তার পারফরম্যান্সে, বেশ কিছু ভুল করেছিলেন। সংবাদমাধ্যমে তার সমালোচনাও কম হয়নি। তবে সমর্থকদের একটা বড় অংশের সমর্থনও তিনি পেয়েছেন বলে দাবি তার। সেই সমর্থনই তাকে খারাপ সময় কাটিয়ে উঠতে সহায়তা করেছে বলে জানালেন ২৮ বছর বয়সী গোলকিপার। ওনানা বলেন, “এখানে যখন এসেছি এবং যখন কঠিন সময় যাচ্ছিল, ভক্তদের কাছ থেকে অনেক বার্তা পেয়েছি তখন। গোটা দুনিয়া থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা বলছিল, ‘আন্দ্রে, সময় নাও, আমরা জানি তুমি এখানে থাকবে এবং সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।’ এমনিতে ভক্ত-সমর্থকেরা স্রেফ ফল দেখতে চায়। কিন্তু আমি অনেক প্রেরণার বার্তা পেয়েছি।” ওনানা বলেন, “তারা আমার ওপর ভরসা রেখেছে এবং বলেছে, ‘আন্দ্রে, চিন্তা করো না, এগিয়ে যাও।’ আমার মনে হচ্ছিল, ‘ওয়াও, এরকম কিছু তো আগে দেখিনি!’ সাধারণত নতুন ক্লাবে শুরুটা ভালো করতে না পারলে সমর্থকরা সোজাসাপ্টাই বলে দেয়। এখানে তারা আমার প্রতি যথেষ্টই ভালো ছিল। এটির প্রতিদান হয়তো এখন তারা পেতে শুরু করেছে।”

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status