ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

বান্দরবানে সেনাপ্রধান

সন্ত্রাসীরা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে

বান্দরবান প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত বান্দরবানের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশের যৌথ অভিযান চলবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল  এস এম শফিউদ্দিন আহমেদ। বলেছেন, কম্বিং অপারেশন শুরু হয়ে গেছে। এটা আমাদের সমন্বিতভাবে চলছে। কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। গতকাল সকালে সেনা জোনের মাঠে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন। এর ফল আপনারা সময়মতো পাবেন। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই, আমার কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে। সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করছি। 

বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আপনারা হয়তো জেনেছেন গতকাল রাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন
কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে।

শফিউদ্দিন আহমেদ বলেন, শুরুতে আমরা তাদের (কেএনএফ) বিশ্বাস করেছিলাম যে, শান্তি আলোচনা হচ্ছে। কিন্তু এর মধ্যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। এর জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। ইনশাল্লাহ জনগণের মধ্যে শান্তি ফিরে আসবে। তারা দেখতে পারবে যে সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে নাই। বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে সক্ষম এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য।
এর আগে সেনাপ্রধান হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বান্দরবান সেনা রিজিয়নে পৌঁছান। পরে রিজিয়ন কার্যালয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পাঠকের মতামত

পার্বত্য এলাকায় সেনা উপস্থিতি ও স্থায়ী স্থাপনা আরো বাড়ানো উচিত। প্রতিটি ইঞ্চি জমি কঠোর নজরদারিতে রাখা উচিত। দীর্ঘদিন যাবত সমস্যা চলছে; সুতরাং আমাদের কাজের ধরন পাল্টাতে হবে। রক্ত দিয়ে কিনেছি স্বাধীনতা, কারো দানে পাওয়া নয়। যেকোনো মূল্যে এই মানচিত্র রক্ষা করতে হবে।

এম. এম. ইসলাম
৮ এপ্রিল ২০২৪, সোমবার, ১০:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশের আর্মি সন্ত্রাসী নির্মূল করে দেখিয়েছেন তারা পারেন এবং এবার ও পারবেন ।

Kazi
৮ এপ্রিল ২০২৪, সোমবার, ৮:২৪ পূর্বাহ্ন

কুকিদের নিয়ে কারা খেলছে সেটা জানা জরুরী। মাননীয় সেনাপ্রধানকে অনুরোধ করব তাঁদেরকে নির্মূল করার।

কে জামান
৮ এপ্রিল ২০২৪, সোমবার, ১:৪৬ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status