ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কার্যক্রম রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি

মরিয়ম চম্পা
৮ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কার্যক্রম রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জামান। সম্প্রতি বান্দরবানে ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় কুকি-চিনের সম্পৃক্ততাসহ সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে মানবজমিনকে তিনি বলেন, এখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর যে বর্তমান কার্যক্রম দেখা যাচ্ছে সেটা আমাদের জন্য একটি বড় ধরনের হুমকি বা চ্যালেঞ্জ। বিশেষ করে আমাদের রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তার জন্য। দ্বিতীয়ত, এ ধরনের গোষ্ঠী এভাবে গড়ে ও বেড়ে উঠেছে, সে ব্যাপারে আমাদের আগে থেকেই সম্যক ধারণা থাকা উচিত ছিল। বিশেষ করে তাদের কার্যক্রমের বিষয়ে। এখানে আমাদের যে নিরাপত্তা প্রস্তুতি থাকার কথা ছিল সে বিষয়ে বেশকিছু ঘাটতি দেখা যাচ্ছে এবং যত দ্রুত সম্ভব ঘাটতিগুলোকে বিশ্লেষণ করে তা পূরণ করে প্রস্তুতির স্তরটি যেস্থানে থাকা দরকার সেখানে নিয়ে আসতে হবে।

 তিনি বলেন, এটা সাধারণ কোনো ডাকাতির ঘটনা না। এরসঙ্গে যে ধরনের কার্যক্রম জড়িত আছে সেটা একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কার্যক্রম। এটাকে সেই আঙ্গিকে বিশ্লেষণ করতে হবে। এখানে সেনাবাহিনীর সরাসরি কোনো দায়িত্ব ছিল না। পার্বত্য অঞ্চলে অনেক আগেই তাদের কাছ থেকে এ ধরনের দায়িত্ব সরিয়ে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন
নিরাপত্তার দায়িত্ব ছিল পুলিশের ওপরে এবং অন্যান্য প্যারামিলিটারি ফোর্স আনসার-বিজিবির ওপরে। কাজেই এসকল খবরদারি-নজরদারি করার কথা যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের। এ বিষয়ে তাদের আরও হয়তো সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন ছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য পুরো প্রস্তুতি বা সংশ্লিষ্ট বাহিনীর প্রস্তুতির যে স্তরগুলো থাকা প্রয়োজন সেগুলোকে পুনঃবিবেচনা করতে হবে। কোথাও কোনো ঘাটতি থাকলে সেটা পূরণ করতে হবে এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যে ধরনের প্রস্তুতি থাকা দরকার সেভাবে আমাদের থাকতে হবে। পুরো পরিস্থিতিকে আমাদের রিভিউ করতে হবে। 

মিয়ানমার প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু আমাদের সীমান্তের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে একটি গৃহযুদ্ধ চলছে। সেখানে বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোর বিবাদের কারণে সেখানকার পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছে। সেটার বিরূপ প্রতিক্রিয়া আমাদের ওপর পড়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। সেদিকেও আমাদের বিশেষ নজর দেয়ার প্রয়োজন আছে।    

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status