ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

ইসরাইলে সেনাদের ছুটি স্থগিত, সর্বোচ্চ সতর্কতা জারি

মানবজমিন ডেস্ক
৬ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের উন্মাদনা। যেকোনো সময় ইসরাইলে হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কায় ইসরাইল জুড়ে শ্বাসরুদ্ধকর অবস্থা। তাদের ভয় ইরানের পক্ষ থেকে ইসরাইলে হামলা আসন্ন। আশঙ্কা করছিলেন  গতকালই ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। কারণ এ দিনটিকে আল কুদ্স দিবস বা জেরুজালেম দিবস হিসেবে পালন করা হয়। এ দিনটি পবিত্র জুমাতুল বিদা হিসেবে পালিত হয়েছে। এমন আতঙ্কে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটে (কমব্যাট ইউনিট) সব রকম ছুটি বাতিল করা হয়েছে। জোরদার করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধ করে দেয়া হয়েছে জিপিএস।

বিজ্ঞাপন
ইরানের কুদ্স ফোর্সের কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদিকে হত্যার বদলা নিতে দৃঢ় প্রত্যয়ী ইরান। যদি বদলা নিতে ইরান সত্যি হামলা চালিয়ে বসে ইসরাইলে, তাহলে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে। ছড়িয়ে পড়বে ইসরাইল-হামাস যুদ্ধ। এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের সব দেশে সংক্রমিত হওয়ার বড় ভয় রয়ে গেছে। সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কন্স্যুলেটে ইসরাইলের যুদ্ধবিমান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়। তাতে ওই কন্স্যুলেট ভবন একেবারে মাটির সঙ্গে মিশে যায়। এতে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ নিহত হন কমপক্ষে ১৩ জন। এর মধ্যে আছেন ইরানের আরেকজন জেনারেল। এ হামলায় ক্ষোভে ফুঁসছে ইরান। তারা যেকোনো উপায়ে এর জবাব দেয়ার অঙ্গীকার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরাইলের আগ্রাসন সব কূটনৈতিক নিয়মনীতি ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। তিনি নিজের ইহুদিবাদ হাসিলে ব্যর্থ হয়ে এখন পুরোপুরিভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, কূটনৈতিক মিশনে প্রকাশ্যে এ হামলার জন্য ইসরাইলকে অবশ্যই অনুশোচনা করতে হবে। তাদেরকে তেহরান অনুশোচনা করিয়েই ছাড়বে। ফলে ইরানের সম্ভাব্য হামলার পূর্ব সতর্কতা হিসেবে তেল আবিবে আবার আশ্রয়কেন্দ্র খুলে দেয়ার কথা বিবেচনা করছে ইসরাইলের সেনাবাহিনী। তারা এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি পর্যালোচনা করছে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। এজন্য সব যোদ্ধা ইউনিটের ছুটি স্থগিত করা হয়েছে। এখন যুদ্ধ পরিস্থিতিতে আছে আইডিএফ। প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে। 

সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কন্স্যুলেটে ইসরাইলের বর্বর হামলার পর ইরান এর বদলা নেয়ার হুমকি  দেয়। এই হামলায় ইরানের অভিজাত কুদ্স ফোর্সের শীর্ষ স্থানীয় দু’জন কমান্ডার নিহত হয়েছেন। এর শাস্তি ইসরাইলকে পেতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর প্রেক্ষিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশ ফিরেছে। তিনি ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।  নেতানিয়াহু বলেছেন, কেউ যদি আমাদের ক্ষতি করে বা ক্ষতি করার পরিকল্পনা করে থাকে, তাহলে সে যে-ই হোক না কেন আমার দেশ তার ক্ষতি করবে। ইসরাইলের সশস্ত্র বাহিনী তাদের সব কমব্যাট ইউনিটের সবার ছুটি সাময়িক বাতিল ঘোষণা করার পর এমন মন্তব্য করলেন তিনি। এর অর্থ ইসরাইলে হামলা চালাতে পারে ইরান এমন আতঙ্কে আতঙ্কিত নেতানিয়াহু। এজন্য যুদ্ধরত সব ইউনিটের ছুটি বাতিল করা হয়েছে। দেশে এবং দেশের বাইরে তাদের সব দূতাবাস ও কন্স্যুলেটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে। এর বাইরেও ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ইউনিটের রিজার্ভ সেনাদের তলব করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদের একটি বৈঠক আহ্বান করেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, বছরের পর বছর ধরে আমাদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে অথবা প্রক্সির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরান। তাই ইরানের বিরুদ্ধে এবং তাদের প্রক্সির বিরুদ্ধে ইসরাইলও আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদেরকে কীভাবে রক্ষা করতে হয় তা আমরা জানি। বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা এবং ইসরাইলের বাণিজ্যের প্রাণকেন্দ্র তেল আবিবের বাসিন্দারা অভিযোগ করেছেন, এরই মধ্যে তাদের জিপিএস বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে ইরানের দু’টি সূত্র বলেছেন, উত্তেজনাকে বৃদ্ধি না করে তাদের জবাব হবে সুসংগঠিত।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status