ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

থাকছে চুক্তিভিত্তিক নিয়োগ, জাপানে বাংলাদেশ দূতের মেয়াদ বাড়ছে

মিজানুর রহমান
৫ এপ্রিল ২০২৪, শুক্রবার

সব জল্পনা-কল্পনার অবসান। রাষ্ট্রদূত পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ আর নয়- এমন আলোচনা থেকে সরে এসেছে সরকার। পররাষ্ট্র নীতি বাস্তবায়নের সঙ্গে যুক্ত সরকারের দায়িত্বশীল একাধিক প্রতিনিধি গতকাল মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ বহালই থাকছে। সেই ধারাবাহিকতায় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বেড়েছে। মার্চে চুক্তি নবায়নের প্রজ্ঞাপন জারি হয়েছে। যদিও জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূঁইয়াসহ ১০ রাষ্ট্রদূতকে পূর্ব-নির্ধারিত চুক্তি বা চাকরির মেয়াদ শেষ হওয়ার পরপরই দেশে ফিরতে ফেব্রুয়ারিতে ‘অতি উৎসাহী আদেশ’- জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রমতে, জার্মানির বাংলাদেশ দূতের আদলেই বাড়ছে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ-এর মেয়াদ। ন্যূনতম ৬ মাস থেকে সর্বোচ্চ ১ বছরের জন্য রাষ্ট্রদূত শাহাবুদ্দিনের মেয়াদ বাড়ানো হতে পারে। দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া সম্পন্ন হবে জানিয়ে সুত্র বলছে, সরকারের সাবেক খাদ্য সচিব হিসেবে অবসরে যাওয়া শাহাবুদ্দিন আহমদের দেশে ফেরার জন্য জারিকৃত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশও বাতিল করা হবে।
ওয়াকিবহাল মহল জানিয়েছে, প্রধানমন্ত্রীর বদান্যতায় রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের চাকরির (চুক্তি) মেয়াদ বাড়ছে।

বিজ্ঞাপন
মূলত এটি বাড়ানো বা না বাড়ানোর বিষয়টি একান্তভাবেই সরকার প্রধানের এখতিয়ার। কিন্তু এবার আর কোনো অবস্থাতেই তার চুক্তির মেয়াদ বাড়ছে না- এমনটা ধরে নিয়ে জাপানে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে আগেভাগে দৌড়ঝাঁপ শুরু করেন অনেকে। সেই তালিকায় ছিলেন পেশাদার কূটনীতিক ও অবসরপ্রাপ্ত একাধিক আমলা। পেশাদারিত্ব, বিশেষত: সরকারের প্রতি আনুগত্য এবং কূটনীতির মতো জটিল ও স্পর্শকাতর কর্মে অভিজ্ঞতা রয়েছে কি-না? তার প্রমাণপত্র হাজির না করে আগ্রহীরা ব্যতিব্যস্ত ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দলটির প্রভাবশালী নেতাদের সঙ্গে অ্যাফিলিয়েশন প্রমাণে। যা নিয়ে চরম বিরক্ত এবং বিব্রত সরকারের নীতি নির্ধারকরা। বলা হচ্ছে- ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা বিদ্যমান। কার রাজনৈতিক পরিচয় কি? কার পরিবার-আত্মীয়স্বজনের অবস্থা বা অবস্থানই বা কি? সেটি নতুন করে অনুসন্ধান, আবিস্কার বা জানানোর কিছু নেই। গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এসব ব্যক্তির ফাইল এবং নথি আছে দাবি করে সরকারি এক কর্মকর্তা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা নিঃসন্দেহে মেধাবী। কিন্তু এদের অনেকের মধ্যে ‘অতি উৎসাহ’ প্রবল। এরমধ্যে একটি উল্লেখযোগ্য  অংশ নিজেদের অফিসারের চেয়ে রাজনৈতিক কর্মী প্রমাণে মরিয়া। যা ফরেন সার্ভিসের মান-মর্যাদাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 

২০০৯-২৪ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী পদে ৪ দফা পরিবর্তন এসেছে। ডা. দীপু মনি, এএইচ মাহমুদ আলী এবং ড. একে আবদুল মোমেনের পর ড. হাছান মাহমুদ এখন মন্ত্রীর আসনে। প্রতিমন্ত্রী না থাকায় তিনি একাই পররাষ্ট্র মন্ত্রণালয় সামলাচ্ছেন। ৭ই জানুয়ারির বহুল আলোচিত নির্বাচনের পর বৈশ্বিক চ্যালেঞ্জ বিবেচনায় নতুন মন্ত্রীকে অনেক কিছু সাজাতে হচ্ছে। এজন্য তিনি খানিকটা সময় নিচ্ছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, এই ক’দিনে বিদেশে থাকা বাংলাদেশের ৮১ মিশনে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ৯দফা নির্দেশনা সংবলিত চিঠি পাঠিয়েছেন মন্ত্রী। সেইসঙ্গে মিশনগুলো পুনর্গঠনে উদ্যোগী হয়েছেন। তিনি দায়িত্ব নেয়ার পরপরই জুনিয়র লেভেলে কিছু অর্ডার হয়েছে এবং তা কার্যকরও হয়েছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, এখন থেকে সব অর্ডারের ফাইল মন্ত্রী পর্যন্ত যাওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে। সেইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রণীত ‘পোস্টিং পলিসি’ যথাসম্ভব অনুসর করে নিয়োগ হবে বলে নিশ্চিত হয়েছে মানবজমিন। উল্লেখ্য, এ পর্যন্ত যেসব চুক্তি বিদ্যমান তার হিসাবে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে অন্তত ১৪জন রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হওয়ার কথা। ডিসেম্বরের মধ্যেই নতুন পররাষ্ট্র সচিব হবেন নতুবা বর্তমান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তির মেয়াদ বাড়ানো হবে। পররাষ্ট্র সচিব পদে পরিবর্তন এলে যারা দায়িত্ব পেতে পারেন বলে আলোচনায় রয়েছেন তাদেরও ‘চুক্তিভিত্তিক’ নিয়োগই দিতে হবে। কারণ ১১ ব্যাচ থেকে সম্ভাব্য পররাষ্ট্র সচিব হিসেবে যে ৩ জনের যাদের নাম আলোচনায়, তাদের সবার চলতি বছরে কিংবা আগামী বছরের শুরুতে পিআরএল (অবসর-উত্তর ছুটি) শুরু হওয়ার কথা। স্মরণ করা যায়, বিগত সব সরকারের আমলেই গুরুত্বপূর্ণ মিশনগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ ছিল। অবসরে যাওয়ার প্রায় ১০ বছর পর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ফেরানো হয়েছিল সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীকে।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status