ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

দেশে প্রথমবারের মতো ওমরাহ কার্ড চালু করলো ন্যাশনাল ব্যাংক

(১ মাস আগে) ১ এপ্রিল ২০২৪, সোমবার, ৭:১২ অপরাহ্ন

mzamin

দেশে প্রথমবারের মতো মাস্টারকার্ড ব্র্যান্ডেড মাল্টি-কারেন্সি প্রিপেইড ওমরাহ কার্ড চালু করছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গত মার্চ মাসের ১১ তারিখ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিক ভাবে এই কার্ডের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

এই কার্ডের মাধ্যমে যারা পবিত্র ওমরাহ করতে সৌদি আরব গমন করবেন তারা খুব সহজেই দেশ থেকে অর্থ বৈধ উপায়ে সঙ্গে নিয়ে যেতে পারবেন। উপরন্তু এই কার্ডের মাধ্যমে সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যবহার করতে পারবেন যেমন, এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন সহ পস মেশিন বা অনলাইনের মাধ্যমে ওমরাহ সংক্রান্ত যাবতীয় খরচাদি যেমন ভ্রমণ, খাবার, বাসস্থান, চিকিৎসা সেবা ইত্যাদির জন্য নিরাপদে পেমেন্ট করার সুবিধা পাবেন। উল্লেখ্য, এ কার্ড দিয়ে বাংলাদেশেও সব ধরনের ট্রানজেকশন করা যাবে।

মূলত, বিগত সময়ের তুলনায় পবিত্র হজ সম্পন্নের ব্যয় দিনকেদিন বৃদ্ধির কারণে প্রচুর মানুষ ওমরাহ সম্পন্ন করায় উদ্বুদ্ধ হচ্ছেন। এ থেকেই ন্যাশনাল ব্যাংকের ওমরাহ প্রিপেইড কার্ড চালু করার বিষয়টি বিবেচনা আনেন। উল্লেখ্য, ওমরাহ প্রিপেইড কার্ডটি পবিত্র হজ পালনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

এই কার্ডের গ্রাহকদের জন্য কোনরূপ লোডিং ফি নেই। এছাড়াও, গ্রাহকদের কথা বিবেচনা করে এই কার্ডে কোনো রকম বার্ষিক কার্ড ফি বা লুকানো ফি রাখা হয়নি। কার্ড ইস্যু করার আবেদন প্রক্রিয়াও অনেক সহজ। এই কার্ড ইস্যু করার ক্ষেত্রে গ্রাহকের টিআইএন ও ট্যাক্স রিটার্ন কাগজ জমা দেয়ার প্রয়োজন নেই। কেবল মাত্র নির্দিষ্ট একটি ফর্ম পূরণের মাধ্যমে এবং ন্যূনতম ডকুমেন্টেশন ও পাঁচ হাজার টাকা প্রাথমিক ভাবে জমার প্রেক্ষিতে ন্যাশনাল ব্যাংকের যেকোনো শাখা বা উপশাখা থেকে এই কার্ড ইস্যু করা যাবে।

উল্লেখ্য, এই কার্ডটি একটি EMV চিপ এবং কন্ট্যাক্টলেস প্রযুক্তি সহ মাস্টারকার্ড এর উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত যা যেকোনো প্রতারণামূলক কার্যকলাপের বিরুদ্ধে কার্ডহোল্ডারদের উচ্চতর সুরক্ষা প্রদান করবে৷ উপরন্তু প্রসেসিং চার্জ সাপেক্ষে ম্যানুয়াল ফান্ড ট্রান্সফার ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস পাওয়া যাবে।

বিজ্ঞাপন
এছাড়াও, ওমরাহ কার্ডধারীগণ দেশে ও বিদেশে মাস্টারকার্ডের লয়াল্টি প্রোগ্রামস যেমন, বিশেষ ছাড়, ক্যাশব্যাক সুবিধা, BOGO ডিল সহ আরও অনেক অফার উপভোগ করবেন।

এ প্রসঙ্গে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান বলেন, ন্যাশনাল ব্যাংকই প্রথমবারের মতো ১৯৯৭ সালে আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাস্টারকার্ডকে সাথে নিয়ে বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবসার প্রচলন ঘটায়। যা পরবর্তীতে অন্যান্য ব্যাংক অনুসরণ করে। এরই ধারাবাহিকতায় এবার আমরা প্রথমবারের মতো দেশে প্রচলন করেছি মাস্টারকার্ড ব্র্যান্ডেড মাল্টি কারেন্সি প্রিপেইড ওমরাহ কার্ড। তৌহিদুল আলম খান আরো বলেন, ন্যাশনাল ব্যাংক সবসময়ই নতুন কিছু করার প্রত্যয়ে নতুন নতুন সেবা মূলক প্রডাক্ট তৈরীর মাধ্যমে ব্যাংকিং সেবাকে সবার কাছে পৌঁছে দিচ্ছে। যারা ওমরাহ ও হজ করতে ইচ্ছুক এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ভ্রমণ করবেন তাদের জন্য ওমরাহ কার্ডটি অনেক সুবিধাজনক হবে। গ্রাহকদের মাঝে এই কার্ডটি সাড়া ফেলবে বলে আমি আশা করছি।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status