বিনোদন
ভাই হত্যার বিচার চাইলেন শাহনূর
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১ এপ্রিল ২০২৪, সোমবার, ৩:২৬ অপরাহ্ন

২০২২ সালে চিত্রনায়িকা শাহনূরের খালাতো ভাই আলিফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ নিয়ে একাধিক বার ফেসবুকে পোস্ট দিয়ে বিচারের দাবি জানিয়েছিলেন তিনি। তার দাবি আসামিরা ঘুরে বেড়াচ্ছে অথচ তিনি কোনো সহযোগিতা পাচ্ছেন না। রবিবার রাতে ভাই হত্যার বিচার চেয়ে আবারো তিনি একটি পোস্ট করেন। সেখানে শাহনূর লিখেন, আলিফ হত্যার সঠিক বিচার আমরা পাইনি। বাংলাদেশ পুলিশ বাহিনী এবং শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা কেউ সহযোগিতা করতে পারেননি। এটা আমাদের সমাজের এবং জাতির কাছে লজ্জাজনক ব্যাপার। ‘জিদ্দি সন্তান’ ছবির মাধ্যমে ২০০০ সালে চলচ্চিত্রে আগমন ঘটে শাহনূরের। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আগামী ১৯ এপ্রিল সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-ডিপজলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।