বিনোদন
দীপিকার ইঙ্গিতপূর্ণ পোস্ট
বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২৪, শুক্রবারক’দিন আগেই মা হওয়ার সুখবর দিয়েছেন দীপিকা পাড়ুকোন। আর এবার গর্ভাবস্থাতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি। হবু মায়ের পোস্টে ‘সাফল্যে’র কথা। কিন্তু আচমকাই কেন সাফল্য নিয়ে ভাবছেন দীপিকা? অভিনেত্রী লিখেছেন, তাকিয়ে দেখো তুমি কোথায় দাঁড়িয়ে। সাফল্যের নতুন সংজ্ঞা তৈরি করার জন্য তুমি কী করতে পারো, সেটা দেখো। তোমাকে অনুসরণ করা নারীরা যেন মনে না করেন, সফলতা বা বিফলতা কী বেছে নেবেন।