ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

শিক্ষা উপকরণ ও টিউশন ফি বিতরণ করলো সুদিন

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২৭ মার্চ ২০২৪, বুধবার, ১০:২০ অপরাহ্ন

mzamin

সাজেদা ফাউন্ডেশনের সুদিন প্রকল্পের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক শিক্ষা উপকরণ ও টিউশন ফি বিতরণ করা হয়েছে। বুধবার রাজধানীর মোহাম্মাদপুরে কেআইকে- ইউসেপ হেসামুদ্দিন টেকনিক্যাল স্কুলে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণের মধ্যে ছিলো- খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, স্কেল। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি শিক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণের সুদিন প্রকল্পের টিম লিড মোহাম্মদ আলিউল আজিম জানান, শহরঞ্চলের চরম দারিদ্রের শিকার সকল মানুষের জন্য সু-স্বাস্থ্য, সুখ ও মর্যাদা নিশ্চিত করতে সাজেদা ফাউন্ডেশনের সুদিন প্রকল্প কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদপুর থানা শিক্ষা অফিসার মমতাজ বেগম। আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড এর সচিব জয়ন্ত রয়, কেআইকে- ইউসেপ হেসামুদ্দিন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান, এডুকো পাঠশালা বাশবাড়ি’র প্রধান শিক্ষক উম্মে কাউছার সুলতানা, হামীম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সাত মসজিদ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক কাজী শাহীন, সাত মসজিদ হাউজিং সোসাইটি এর সাধারণ সম্পাদক মো. সোহেল বজলু, সাজেদা ফাউন্ডেশন সুদিন প্রকল্প ঢাকা দক্ষিণ এর সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার সোমা সরকার, লাইভলিহুড অফিসার তানভীর আনজুম তুষার, এলাকা উন্নয়ন কমিটির সভাপতি ময়না বেগম।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status