ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তানে নৌঘাঁটিতে হামলায় ৫ সন্ত্রাসীসহ নিহত ৬

মানবজমিন ডেস্ক
২৭ মার্চ ২০২৪, বুধবার
mzamin

পাকিস্তানে একটি নৌঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পরমাণু শক্তিধর এই দেশটির আধাসামরিক বাহিনীর সেনা এবং অন্য পাঁচজন হামলাকারী সন্ত্রাসী। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়, সন্ত্রাসীরা পাকিস্তানের নৌবাহিনীর একটি বিমান ঘাঁটিতে হামলা চালায়। এতে আধাসামরিক বাহিনীর একজন সেনা নিহত হন। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে পাঁচ হামলাকারী নিহত হয়েছে।

সোমবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের তুরবত ঘাঁটিতে এই হামলা হয়। গত সপ্তাহে জাতিগত বেলুচ সন্ত্রাসীদের হামলার পর সামরিক স্থাপনায় এটি তাদের দ্বিতীয় হামলা। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন হামলাকারীকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অস্তিত্ব আছে।

বিজ্ঞাপন
এসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিএলএ। বিএলএ-এর আগে এই অঞ্চলে এবং অন্যত্র পাকিস্তানি ও চীনা স্বার্থের বিরুদ্ধেও হামলার সঙ্গে জড়িত ছিল।

রয়টার্স বলছে, এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ সত্ত্বেও খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রচুর বিনিয়োগ করেছে চীন। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এই প্রদেশে গোয়াদর বন্দরের উন্নয়নসহ নানা কর্মকাণ্ড পরিচালনাও করছে বেইজিং।
 

পাঠকের মতামত

বাংলাদেশের মত বালুচরা বৈষম্যের শিকার। তাই পাকিস্তান আবার ভাঙ্গার আওয়াজ শুনা যাচ্ছে। একদিন তা বাস্তবায়ন হবে ।

Kazi
২৭ মার্চ ২০২৪, বুধবার, ১২:৩১ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status