ঢাকা, ১২ মে ২০২৪, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তান

সীমান্ত থেকে দায়রা জজকে অপহরণ করলো অস্ত্রধারীরা

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক ও ডেরা ইসমাইল খান জেলার মধ্যবর্তী সীমান্ত থেকে অস্ত্রধারীরা একজন দায়রা বিচারককে অপহরণ করেছে। ডিআই খানের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) মোহাম্মদ আদনান গণমাধ্যম ডনকে বলেন, দক্ষিণ ওয়াজিরিস্তানের বিচারককে দুই জেলার সীমান্তবর্তী ভগওয়াল গ্রাম থেকে অপহরণ করা হয়। তিনি  ট্যাঙ্ক জেলা পুলিশ অফিসারের সাথে একটি ভারী দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং বিচারককে উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। কেপির মুখ্যমন্ত্রী সরদার আলি আমিন গন্ডাপুর ঘটনার নোটিশ নেন এবং বিচারকের নিরাপদ পুনরুদ্ধার নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন।কেপি সরকার এক বিবৃতিতে বলেছে, “বিচারককে পুনরুদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া উচিত। এই উদ্দেশ্যে সমস্ত উপলব্ধ সংস্থান ব্যবহার করা উচিত। কেপির মুখ্যমন্ত্রী গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, 'বিচারককে অপহরণের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সঙ্গে জড়িতরা আইনের কবল থেকে রেহাই পাবে  না। প্রাদেশিক সরকার বিচারককে পুনরুদ্ধারের জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেবে।'

সূত্র : ডন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status