ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

উচ্চ মাধ্যমিকের পরেই যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পেলেন একঝাঁক মেধাবী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

(১ মাস আগে) ২৫ মার্চ ২০২৪, সোমবার, ৫:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৪ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রে পড়াশোনা মানে সাধারণত বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে মাস্টার্স ও পিএইচডি করতে যাওয়াকেই বুঝে এদেশের সাধারণ মানুষ। তবে সেই ধারণা বদলে দিচ্ছেন বর্তমান প্রজন্মের মেধাবী তরুণেরা।

সদ্য উচ্চ মাধ্যমিকে পাস করা ৩০ জন শিক্ষার্থী এবার  উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে।কোন মাধ্যম ছাড়াই সম্পূর্ণ নিজের যোগ্যতায় সেদেশের বিভিন্ন স্বনামধন্য কলেজে পড়ার সুযোগ পেয়েছেন তারা।

বাংলা ও ইংরেজি মিডিয়ামের এই মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গতকাল(২৪ফ্রেব্রুয়ারী) ইফতারের আয়োজন করেছিল এডুকেশন ইউএসএ।সম্ভাবনাময়ী এসব শিক্ষার্থীদের অসামান্য অর্জনকে উদযাপন করতেই মূলত এই আয়োজন করে এডুকেশন ইউএসএ।

গুলশানের ইএমকে সেন্টারে এই আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে এসে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা শোনালেন তাদের সাফল্যের অসাধারণ সব গল্প।রাজউক উত্তরা মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সাজিয়া কামাল।তিনি বলেন,শহরের কলেজ থেকে এসএসসি পাস করলেও আমি এর আগের সময়টা গ্রামে কাটিয়েছি। তাই এইচএসসির পরেই বাইরে পড়তে যাওয়া যায় সে ব্যাপারে আমার কোন ধারণাই ছিল না।

কলেজ জীবনে উচ্চ শিক্ষার ব্যাপারে কিছু পডকাস্ট,ভিডিও দেখা শুরু করি।এইচএসসির পরেই মূলত ইউএসএর বিভিন্ন ইউনিভার্সিটি এবং তাদের অফার নিয়ে একটু ঘাঁটাঘাটি শুরু করি।আইলটিএসে ভালো মার্ক(৭.৫)পেয়েছিলাম।পরে সব রিকোয়েরমন্ট ফিল-আপ করায় ইউনিভার্সিটি অফ সিনসিনাটিতে বায়োকেমিস্ট্রি পড়ার সুযোগ পায়।যুক্তরাষ্ট্র উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিতে কোন পর্যায়ে কোন এজেন্সির
সহায়তা নেননি বলে জানান সাজিয়া।এ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান তিনি গুগল,ইন্টারনেট ও ইউটিউব ঘেটেই অর্জন করেছেন। আইলটিএসও দিয়েছেন নিজের উদ্যেগে।এজেন্সির দ্বারস্থ হওয়া ঝামেলার ও সময় সাপেক্ষ উল্লেখ করে স্বপ্ন দেখা তরুণদের নিজেদেরই চেষ্টা করার পরামর্শ দিলেন সাজিয়া।
জায়েদ ইয়ামিনের সাফল্যের পথটা ছিল আরও বন্ধুর।এসএসএসি পর্যন্ত বাংলা মিডিয়ামে পরে তিনি ভর্তি হয়েছিলেন 'এ' লেভেলে।শুরুতে কিছুটা কষ্ট হলেও অধ্যবসায় আর কঠোর পরিশ্রমে ধীরে ধীরে নিজেকে যোগ্য করে তুলেছেন। আইলএসে তার মার্ক ৮.০।পড়তে যাচ্ছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে।মেধাবী এসব সন্তানের অনেকের সঙ্গে দিন এসেছিলেন তাদের  মা-বাবাও।

এডুকেশন ইউএসএ এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা স্টিফেন এফ. ইবেলি,কালচারাল এফেউয়ার্স অফিসার শার্লিনা হুসাইন মর্গানসহ দূতাবাসের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা। তরুণ শিক্ষার্থীদের এ সাফল্য বিদেশে উচ্চ শিক্ষার ব্যাপারে অনেকের ভুল ধারণা ভাঙার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের যোগ্য করে তুলতে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রথম পছন্দ থাকে যুক্তরাষ্ট্র। বিশেষত গত কয়েক বছর ধরে শিক্ষা ব্যবস্থার জন্য প্রসিদ্ধ দেশটিতে বেড়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা। ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে ১৩ হাজার ৫৬৩ শিক্ষার্থী পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন, যা আগের শিক্ষাবর্ষের (২০২১-২০২২) তুলনায় ২৮ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বর্তমানে সর্বকালের মধ্যে সর্বোচ্চ। সার্বিকভাবে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী যাওয়ার দিক থেকে বাংলাদেশ ১৩তম অবস্থানে আছে।

প্রসঙ্গত, এডুকেশন ইউএসএ সারাবিশ্বের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার ব্যাপারে সাহায্য করে থাকে।দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের কাউন্সিলরদের সঙ্গে একসঙ্গে কাজ করে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সাহায্য করে আসছে এডুকেশন ইউএসএ।
 

বিজ্ঞাপন

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status