ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

কুলাউড়ায় বিএসএফ’র গুলিতে কিশোর নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার
mzamin

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেকজন। রোববার বিকালে উপজেলার পৃত্থিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে এ ঘটনাটি ঘটেছে। নিহত কিশোর পারভেজ হোসেন সাদ্দাম (১৫) পার্শ্ববর্তী  কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তির (দশ টেকি) আছকির মিয়ার ছেলে। আহত ছিদ্দেক আলী (৩৬) ওই গ্রামের মৃত সাদই মিয়ার ছেলে। তিনি  সিলেট এমএজি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। 

পৃথিমপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য শাহীন মিয়া ও কর্মধার ৩নং ওয়ার্ড সদস্য্য  সিলভেস্টার পাঠাং জানান, ২টা থেকে ৩টার মধ্যে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে নিহত সাদ্দাম তার পরিবারের গৃহপালিত দুটি গরু আনতে শিকড়িয়া সীমান্তে যান। এ সময় সাদ্দাম তাদের গরু আনতে গেলে সীমান্ত এলাকার ৪৩ নম্বর মূল পিলারের কাছে প্রবেশ করার চেষ্টাকালে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরউলি এলাকায় বিএসএফ’র একটি টহল দল তাকে ধাওয়া করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান।

বিজ্ঞাপন
এ সময় সীমান্ত এলাকায় বিএসএফ’র ছোড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন ছিদ্দেক নামে আরেক ব্যক্তি। আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হরি জীবন বলেন, এ বিষয়ে পরে কথা বলবো এখন বিএসএফ’র সঙ্গে আছি। 

কর্মধা ইউপির চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, বিষয়টি দুঃখজনক। সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে স্থানীয় সবশ্রেণির মানুষদের নিয়ে একাধিকবার মতবিনিময় করেছি। কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু বলেন, ঘটনাটি জেনেছি। যতটুকু জেনেছি সাদ্দামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এদিকে আহত ছিদ্দেককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত

দেশে রাজনৈতিক নেতাদের অবক্ষয়ের কারনে সীমান্তে মানুষ হত্যা বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক ব্যাপার!!!!

Md Zabed Ali
২০ মার্চ ২০২৪, বুধবার, ৭:৪৫ অপরাহ্ন

পাখির মতো গুলি হয়ে মরছে মানুষগুলো, জোর করে গদি ধরে রাখা সরকার নড়েও না। ঘরে সৎ মা থাকলে কি হয়, এ তার নমুনা মাত্র! মরলেও নড়ে না। কিন্তু বিধাতার আরশ টলছে!!

Nazma Mustafa
২০ মার্চ ২০২৪, বুধবার, ৩:০৫ অপরাহ্ন

দেশের সব সো কল্ড মেইনস্ট্রিম মিডিয়া এভয়ড করি। মানবজমিন পড়তাম। দেশে তো মত প্রকাশের স্বাধীনতা নাই। এখানে মন্তব্যে টুকটাক লিখি, শান্তি লাগে আর কি। কিন্তু বেশ দীর্ঘ অবজারভেশনে দেখলাম, মানবজমিন ও আলাদা কিছু না। অবৈধ সরকারের একটু সমালোচনা করলেই আপনারা মন্তব্য প্রকাশ করেন না। সব দালাল। উপরে লিখাই থাকে মন্তব্য পাঠকের, কর্তৃপক্ষ দায়ী না। তবুও প্রকাশ হয়না। এই যে আপনি, যে মতামত মডারেশনের দায়িত্বে আছেন, আপনি হয় সরকারের দালাল, নয় ভারতের দালাল। সম্পাদকের লগে কথা কইয়েন, যে মানুষ তো পেপার পড়া বন্ধ কইরা দিবো। আর এত বেশি অযাচিত এড আসে,সেটা নাই বললাম। সেটা তাও মেনে নেই,ফ্রি পড়ি। পত্রিকার তো চলতে হবে। কিন্তু দালালি ক্যান ভাই!

নাম প্রকাশে অনিচ্ছুক
১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার, ৪:১০ অপরাহ্ন

সীমান্তে ভারত বাংলাদেশী মানুষকে প্রতিনিয়ত পাখির মতো গুলি করে হত্যা করছে। অথচ এ ব্যাপ

Azad
১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার, ৫:৪০ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status