বিনোদন
মাহবুবা চৌধুরীর উপস্থাপনায় ‘হামদর্দ রুহ আফজা মজাদার ইফতার’
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৪, সোমবার
মানবজমিন সম্পাদক ও প্রখ্যাত শিশু সাহিত্যিক মাহবুবা চৌধুরীর উপস্থাপনায় গত বছর রুহ আফজা দিয়ে তৈরি অনুষ্ঠান ‘হামদর্দ রুহ আফজা মজাদার ইফতার’ প্রচার হয়েছিল। গতবারের অনুষ্ঠানটিতে মেলে দারুণ দর্শক সাড়া। এবার তারই ধারাবাহিকতায় রমজানে মাহবুবা চৌধুরীর উপস্থাপনায় প্রতিদিন বিকাল ৪টায় বাংলাভিশনে প্রচার হচ্ছে ‘হামদর্দ রুহ আফজা মজাদার ইফতার’। এটি প্রযোজনা করেছেন সুব্রত দে। মাহবুবা চৌধুরী বলেন, আমি রোজার কাজগুলো করতে খুব ভালোবাসি। এ সময় আলাদা একটা প্রশান্তি থাকে। যেহেতু রমজান মাস তাই ঈদ ঈদ একটা অনুভূতিও কাজ করে। সিয়াম সাধনার এই মাসটাই আসলে অন্যরকম শান্তির। রান্নার এ অনুষ্ঠান দেখার পর অনেক দর্শকই তাদের ভালো লাগার কথা জানায়। আবার অনেক সহকর্মীও বিভিন্ন জায়গায় গেলে বলে রান্নার অনুুষ্ঠানটি ভালো লেগেছে তাদের। প্রতি বছরই রান্নায় কিছু নতুন আইটেম থাকে। এ অনুষ্ঠান করে বিভিন্ন মাধ্যমে মানুষের যে ভালোবাসা পাই তা সত্যিই আমাকে মুগ্ধ করে।