বিনোদন
সানি দেওলের অনুরোধ
বিনোদন ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, বুধবার
আগামী ১০ই এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ‘জাট’। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই এর গায়ে ধর্মীয় উস্কানিমূলক ছবির তকমা লেগে গিয়েছে। ছবি প্রচারে গিয়ে সানি দেওল অনুরোধ করে বলেন, ‘জাট’ কোন ধর্মীয় উস্কানিমূলক ছবি নয়। দয়া করে এর গায়ে ধর্মীয় তকমা দেবেন না। এটা ছবি দেখলেই সবাই বুঝবেন।