বিনোদন
সাহসী কিয়ারা
বিনোদন ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, বুধবার
কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় হেঁটে ২০২৪ সালেই নজর কেড়েছিলেন কিয়ারা আদভানি। এবার ফের একটি সাফল্য যোগ হচ্ছে তার ক্যারিয়ারে। দুনিয়া কাঁপানো ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’-তে অভিষেক ঘটতে চলেছে বলিউড এই নায়িকার। মাস দুয়েক আগেই মা হওয়ার কথা জানিয়েছিলেন কিয়ারা। অন্তঃসত্ত্বা হলেও কাজ থেকে বিরতি নেননি তিনি। বরং গর্ভাবস্থা এবং কাজ সমানতালে উপভোগ করছেন। এমন আবহেই শোনা গেল যে, এবার ‘মেট গালা’-এর রেড কার্পেটে হাঁটবেন কিয়ারা। এর আগে ‘মেট গালা’য় হেঁটে নজর কেড়েছিলেন প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটদের মতো নায়িকারা। এবার সে তালিকায় সংযোজন হতে চলেছে কিয়ারার নাম। পশ্চিমী বিনোদুনিয়ায় পা না রাখলেও তার অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়। গত বছর রেড সি ফিল্ম ফাউন্ডেশনের তরফে কানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কিয়ারা। আন্তর্জাতিক সিনেদুনিয়ায় ভারতের ভবিষ্যৎ কেমন সে প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেছিলেন অভিনেত্রী। এবার তার ‘মেট গালা’ অভিষেক হতে চলেছে। ২০২৫ সালে এ আয়োজন অনুষ্ঠিত হতে চলেছে ৫ই মে। প্রতীক্ষিত সেই মেগা ফ্যাশন অনুষ্ঠানেই যোগ দেবেন কিয়ারা। এদিকে মাসখানেকের মধ্যেই ভূমিষ্ঠ হতে চলেছে তার সন্তান। সেই প্রাক্কালেই অভিনেত্রীর এমন পদক্ষেপ নিঃসন্দেহে সাহসী। এ ছাড়া ‘মেট গালা’য় অংশ নেয়া কিয়ারার ক্যারিয়ারেও নতুন মাইলস্টোন যোগ হতে চলেছে।