ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

১০১ সদস্যবিশিষ্ট তৃণমূল জাতীয় পার্টি গঠন

চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল নাসের মহাসচিব শামিম ইশতিয়াক চৌধুরী

(১ মাস আগে) ১০ মার্চ ২০২৪, রবিবার, ৪:৩৯ অপরাহ্ন

শনিবার রিপোর্টার্স ইউনিটিতে তৃণমূল জাতীয় পার্টির এক প্রতিনিধি সভা ড. আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন জেলা ও ঢাকা মহানগর থেকে আগত প্রতিনিধিগণ জাতীয় পার্টির নেতৃত্বে কোন্দল, ব্যর্থতা, রাজনৈতিক অপরিপক্কতা, সর্বোপরি নেতৃত্বে দুর্নীতি, বিভিন্ন ধরনের নাটক এবং তৃণমূল নেতাকর্মীদের পার্টিতে অবমূল্যায়নের কারণে তৃণমূল জাতীয় পার্টির জন্ম। প্রতিনিধি সভায় ড. আব্দুল্লাহ আল নাসেরকে চেয়ারম্যান, আলহাজ আব্দুল বাতেনকে কো-চেয়ারম্যান ও শামিম ইশতিয়াক চৌধুরীকে মহাসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট তৃণমূল জাতীয় পার্টি গঠন করা হয়। 
প্রতিনিধি সভায় ড. আব্দুল্লাহ আল নাসের বলেন, জাতীয় পার্টির মধ্যে আভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বে দুর্নীতির কারণে পার্টির তৃণমূল নেতাকর্মীরা জাতীয় পার্টি থেকে নিষ্ক্রিয় হয়ে বিভিন্ন দলে যোগদান করছেন, অনেকে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন। জাতীয় পার্টির নিষ্ক্রিয় ও দলছুট তৃণমূল নেতাকর্মীদের একত্রিত করে জাতীয় পার্টিকে পূর্বের ন্যায় শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ৯ বছরের সফল রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ চেয়েছিলেন দুর্নীতিমুক্ত প্রশাসন ও বিচার ব্যবস্থা। যার মাধ্যমে সুফল পাবে বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের মানুষ। জাতীয় পার্টির কর্মীরা এ দুর্নীতি ও নাটক দেখতে চায় না। তারা সত্যিকারের দেশপ্রেমিক নেতৃত্ব চায়। 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status