ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

রেইজ প্রকল্প এবং বিসিক এর মধ্যে সমঝোতা স্মারক সই

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৯ অপরাহ্ন

mzamin

প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণের লক্ষ্যে রেইজ প্রকল্প এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের “অমর একুশে” সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রেইজ প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা এবং বিসিক এর পক্ষে পরিচালক কাজী মাহবুবুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো: হামিদুর রহমান এবং বিসিক এর চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিকসহ কল্যাণ বোর্ড এবং বিসিকের বিভিন্ন পযায়ের কর্মকর্তাবৃন্দ। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে সারাদেশে বিসিক পরিচালিত আয়বর্ধক প্রশিক্ষণ এবং আর্থিক কর্মসূচীতে অন্তর্ভুক্তিতে অগ্রাধিকার দেয়া হবে।  

অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান বলেন, প্রত্যাগত কর্মীদের পুন:একত্রীকরণ তথা পুনর্বাসনের দায়িত্ব শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরেএকার দায়িত্ব নয়। নাগরিক হিসাবেও এদায়িত্ব আমাদের সকলের। এজন্য তাদের দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে হবে। 

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বলেন, আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিসিক প্রত্যাগত কর্মীদের সুখ দুঃখের অংশীদার হতে যাচ্ছে।  

মূলত প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণের লক্ষ্যে দুই লক্ষ কর্মীর পুন:একত্রীকরণে প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সারা দেশে ৩০টি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে ৬৪ জেলায় প্রকল্পের কাযক্রম বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় প্রতি কর্মীকে ১৩,৫০০ টাকা করে মোট ২ লক্ষ কর্মীকে প্রণোদনা দেয়া হবে।

বিজ্ঞাপন
২০১৫ সাল হতে বিদেশ ফেরত কর্মীরা প্রকল্পের সুবিধা পাবে।  

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status