ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

সিআইও ক্লাব বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধনী অনুষ্ঠান

(১ মাস আগে) ৪ মার্চ ২০২৪, সোমবার, ৪:৩৪ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের শীর্ষ সংগঠনগুলোর শীর্ষ আইটি কর্মকর্তা এবং ভারতের আইটি শিল্পের নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্প্রতি  অনুষ্ঠিত হয়েছে সিআইও ক্লাব বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য এমডি আলী আজগর এমপি।

অনুষ্ঠানটিতে বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নপূরণে এবং দেশনেত্রী শেখ হাসিনার ভিশন- ২০৪১ বাস্তবায়নের লক্ষে স্মার্ট বাংলাদেশের আর্থ-সামাজিক পরিমণ্ডল উন্নয়নে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহ-সভাপতি এবং ই-ক্যাবের সভাপতি শমী কায়সার।

সিআইও গ্লোবাল গভর্নিং কমিটির সভাপতি উমেশ মেহতা বলেন, একটি অলাভজনক সংস্থা হিসেবে CIO Klub বৈশ্বিক আইটি সেক্টরে সকলকে সাথে নিয়ে আন্তরিকতা ও  বন্ধুত্বের সাথে পরিচালিত হয়ে আসছে। সিআইও বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট সারজিল সারোয়ার বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশের গঠনের লক্ষ্যকে  সামনে রেখে এবং বাংলাদেশে আইটি ইকোসিস্টেমকে উন্নত করার লক্ষ্যে সংগঠনটি নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে সক্ষম হবে।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status