বিনোদন
ইতিহাস
বিনোদন ডেস্ক
৪ মার্চ ২০২৪, সোমবার
বছরের পর বছর ধরে বলিউডে নিজেদের রাজত্ব কায়েম করেছেন তিন খান। এই তিন খান একসঙ্গে মানেই যেন ইতিহাস। তাও আবার যদি হয় এক মঞ্চে একইসঙ্গে পারফরম্যান্স, তাহলে তো কথাই নেই। কারণ তাদের এক মঞ্চে স্বতঃস্ফূর্তভাবে পারফর্ম করতে দেখা যায় না বললেই চলে। এবার শাহরুখ, সালমান ও আমির খানকে একমঞ্চে একসঙ্গে দেখার স্বপ্ন অবশেষে পূরণ হলো তাদের অগণিত ভক্তদের। আর সেই স্বপ্নপূরণ করলেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। আম্বানির ছেলের বিয়েতে একমঞ্চে উঠে এলেন শাহরুখ, সালমান ও আমির খান। নাচলেন, গাইলেন, আনন্দে মাতালেন সবাইকে। যদিও এর আগে রজত শর্মার ‘আপ কি আদালত’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এক মঞ্চে উঠেছিলেন তিন খান। তবে তখনও তাদের মাঝে দূরত্ব লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমির ও শাহরুখের মধ্যে। তবে এবার তিন খান যেন তিন ভাই! একে অন্যের কাঁধে হাত রেখে মঞ্চে আসেন তারা। গত শনিবার রাতে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠানের ২য় দিন মঞ্চে তাক লাগিয়ে দিলেন তিন খান। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের তালে নাচলেন তারা। এদিন একই ধরনের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। দু’জনের পরনেই ছিল আফগানি স্টাইলের কালো পায়জামা ও কুর্তা। আর আমির পরেছিলেন সবুজ কুর্তা। নাচের পর আমিরের পিঠ চাপড়ে দিতে দেখা গেছে শাহরুখকে। তিন খানের একসঙ্গে নাচের ভিডিও এখন তুমুল ভাইরাল। নতুন ইতিহাসের সাক্ষী হলো বলিউড।