বিনোদন
বিয়ে করলেন অনুপম
বিনোদন ডেস্ক
৪ মার্চ ২০২৪, সোমবার১লা মার্চের সন্ধ্যায় চার হাত এক হলো অনুপম রায় ও প্রস্মিতা পালের। এলাহি আয়োজন নয়, বরং সাদামাটাভাবে অনেকটা গোপনেই তৃতীয় বিয়ে সারলেন গায়ক। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়-পরিজনদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করলেন অনুপম-প্রস্মিতা। ২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তারপর গত বছর ২৭শে নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।