ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

দেশের বিশিষ্ট স্থপতিদের নিয়ে উদযাপিত হলো আকিজ সিরামিক্‌স আয়োজিত আর্কিটেক্ট ফ্যামিলি নাইট: ‘বন্ড এন্ড বিয়ন্ড’

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ৩ মার্চ ২০২৪, রবিবার, ৫:৩০ অপরাহ্ন

mzamin

শ্রীমঙ্গলের দুসাই রিসোর্ট এন্ড স্পা-এর মনোরম পরিবেশে গত ১-২ মার্চ, ২০২৪ তারিখে ‘বন্ড এন্ড বিয়ন্ড’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে আকিজ সিরামিক্‌স।

দুই দিনব্যাপী এই মিলনমেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ স্থপতি বিভাগের স্বনামধন্য সকল স্থপতি এবং তাদের পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।  

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ স্থপতি বিভাগের প্রধান স্থপতি জনাব মিজানুর রহমান অনুষ্ঠানের তাৎপর্য বিশ্লেষণ করে বলেন, "আমাদের ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়নে একযোগে কাজ করতে এরকম আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের সফল স্থপতিদের একত্রিত হয়ে নিজেদের উদ্ভাবন, নতুন টেকনোলজি এবং সিরামিক শিল্প নিয়ে নিজেদের উপলব্ধিগুলো শেয়ার করার মাধ্যমে যে সম্পর্ক গড়ে উঠেছে তা আমাকে অনুপ্রাণিত করে।"  

আকিজ বশির গ্রুপের অপারেশন ডিরেক্টর জনাব মোহাম্মদ খোরশেদ আলম তার বক্তৃতায় বলেন, “দেশসেরা স্থপতিদের নিয়ে 'বন্ড অ্যান্ড বিয়ন্ড' শীর্ষক এই অনুষ্ঠানটি বাংলাদেশের স্থাপত্যশিল্পের ভবিষ্যৎ নিয়ে সকলের সম্মিলিত ভিশনকে তুলে ধরেছে। আগামী দিনগুলোতে আমাদের কার্যপদ্ধতিকে আরও উন্নত করতে পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত আলোচনার জন্য এরকম আয়োজন অত্যন্ত জরুরি।”

পরবর্তীতে বিখ্যাত ব্যান্ড 'জলের গান' তাদের সংগীত পরিবেশন করার পর উপস্থিত অতিথিদের নিয়ে নৈশভোজ আয়োজিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিক্‌সের জিএম (সেলস) মোহাম্মদ আশরাফুল হক এবং আকিজ বশির গ্রুপের মার্কেটিং হেড মোহাম্মদ শাহরিয়ার জামান।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status