বাংলারজমিন
রংপুরে নিখোঁজের দু’দিন পর পুকুরে ভেসে উঠলো শিশুর লাশ
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার
রংপুরের পীরগাছায় নিখোঁজের দুইদিন পর পুকুরে ভেসে উঠেছে শিশুর মরদেহ। গতকাল সকালে পীরগাছা উপজেলার চালুনিয়া বিলের একটি পুকুরে প্রথম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা (৭) নামে ওই শিশুর মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে পুলিশ। উপজেলার চালুনিয়া পানাতিপাড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে উম্মে হাবিবা পীরগাছার মিলিনিয়াম টাইল্ড স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হান। জানা যায়, গত শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায় উম্মে হাবিবা। এরপর থেকেই উম্মে হাবিবাকে খুঁজতে থাকে পরিবারের লোকজন। কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। পরে গতকাল সকালে বাড়ির পাশে চালুনিয়া বিলের একটি পুকুরে ভেসে উঠে উম্মে হাবিবার মরদেহ। স্থানীয় লোকজন ভেসে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আমরা ধর্ষণের কোনো প্রমাণ পাইনি। শিশুটিকে খুন করা হয়েছে এমন কোনো উদ্দেশ্য বা প্রমাণ খুঁজে পেলে আমরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবো।