খেলা
রাঁচিতে ‘অচেনা’ বশিরে কাবু ভারত
স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারইংলিশ স্পিন আক্রমণের সামনে রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে বেশ অসহায় হয়ে পড়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। ২০০ রান করার আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। যার নেতৃত্ব দেন ইংল্যান্ড দলের তরুণ স্পিনার শোয়েব বশির। ২০ বছর বয়সী এই স্পিনার ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে একাই নেন চার উইকেট। তবে অষ্টম উইকেটে জুরেল-কুলদীপের ৪২ রানের জুটিতে বিপদ কাটায় স্বাগতিকরা। ৭ উইকেটে ২১৯ রান নিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। ইংল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে তারা পিছিয়ে আছে ১৩৪ রানে।
আগের দিনের ৭ উইকেটে ৩০২ রান নিয়ে মাঠে নেমে এদিন আরও ৫১ রান যোগ করে ৩৫৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। আগের দিনেই সেঞ্চুরি তুলে নেওয়া জো রুট অপরাজিত থাকেন ১২২ রানে। ২৭৪ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি মারেন রুট। ওলি রবিনসন খেলেন মূল্যবান ৫৮ রানের ইনিংস। জাদেজা ৪টি, আকাশ দীপ ৩টি, মোহাম্মদ সিরাজ ২টি ও অশ্বিন ১টি উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংসে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। তৃতীয় ওভারে মাত্র ২ রান করে আউট হন রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে শুবমান গিলকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন জয়সওয়াল। শোয়েব বশিরের বলে ৩৮ করে গিল আউট হলে ভাঙে এই জুটি। চারে নেমে রজত পাতিদার বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। জুটিতে ২৬ রান আসার পর ১৭ করে বশিরের দ্বিতীয় শিকার হন পাতিদার। রবীন্দ্র জাদেজা এসেও বশিরের তোপে পড়লে ১২৯ রানে ৪ উইকেট হারায় ভারত। আগের টেস্টের দুই নায়ক জয়সওয়াল ও সরফরাজ আহমেদ প্রতিরোধ গড়েন বেশ কিছুক্ষণ। তাদের লড়াইয়ে জয়ী হন বশির। ব্যক্তিগত ৭৩ রানে জয়সওয়ালকে বোল্ড করেন তিনি।
৫৩ বলে ১৪ রান করা সরফরাজকে ফেরান টম হার্টলি। ক্রিজে এসেই হার্টলির দ্বিতীয় শিকার হন অশ্বিন। তাতে ১৭৭ রানেই ৭ম উইকেট হারিয়ে ফেলে ভারত। ইংল্যান্ডের হয়ে দিনের সেরা পারফর্মার শোয়েব বশির। নিয়েছেন ৪ উইকেটে। হার্টলি নেন ২টি। শুরুতে রোহিতকে ফেরান অ্যান্ডারসন। দিনশেষে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল ৩০ ও কুলদীপ যাদব ১৭ রানে অপরাজিত থাকেন।
চলতি সিরিজেই টেস্ট অভিষেক হয় বশিরের। বিশাখাপত্তমে একাদশে জায়গা পান তিনি। তবে পরের ম্যাচে একাদশের বাইরে ছিলেন বশির। রাঁচিতে এক ম্যাচ পর একাদশে ফেরা শোয়েব বশিরকে দিয়ে গতকাল টানা ৩১ ওভারের স্পেল করান অধিনায়ক বেন স্টোকস। প্রথম সেশনে এক ওভার বল করেন বশির। দিন শেষে বশিরের বোলিং বিশ্লেষণ ৩২-৪-৮৪-৪। সফরকারী ডানহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে কম বয়সে ভারতের মাটিতে চার বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। বশির ম্যাচটি শুরু করেছিলেন ২০ বছর ১৩৩ দিন বয়সে। এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় ম্যাচের প্রথম দিন।