খেলা
বিপিএলের প্লে-অফ পর্ব শুরু কাল
তামিমদের মোকাবিলায় প্রস্তুত ছোট তামিমরা
স্পোর্টস রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের জন্ম চট্টগ্রামে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) তিনি নিজ বিভাগের দল চট্টগ্রামে কখনো খেলেননি। বিপিএলের চলতি দশম আসরে তিনি নেতৃত্ব দিচ্ছেন ফরচুন বরিশালের। তার নেতৃত্বে প্লে অফে নিশ্চিত করেছে দলটি। তবে কাল প্লে অফের এলিমিনেটর পর্বে তামিমের দল মুখোমুখি হবে নিজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এই ম্যাচে জিতলে ফাইনালের আশা টিকে থাকবে, আর হারলে শেষ হয়ে যাবে তাদের বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। চ্যালেঞ্জার্সদের জন্যও একই চ্যালেঞ্জ। ১২ ম্যাচের সাতটিতে জিতে শেষ চার নিশ্চিত করেছে শুভাগত হোমের দল। শেষ ম্যাচে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে খুলনাকে হারিয়ে প্লে অফ উঠে তারা। তামিম ইকবাল বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ায় তার স্থানে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পান জুনিয়র (ছোট) তামিম। এই দুই ওপেনারের হাত ধরেই দুই দল নিশ্চিত করেছে শেষ চারে খেলা। এক কথায় কালকে ম্যাচে লড়াইটা হতে পারে বড় তামিম বনাম ছোট তামিমেরও। আসরে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে তামিম ইকবাল। ১২ ম্যাচে ৩৯১ রান সংগ্রহ অভীজ্ঞ এই ওপেনারের। তৃতীয় স্থানে আছেন তানজিদ তামিম, ১১ ম্যাচে তার সংগ্রহ ৩৮২ রান। যেখানে তিনি খেলেছেন ১১৬ রানের দারুণ এক ইনিংস। তার এমন ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ দলের ক্যারিবীয় তারকা রোমারিও শেফার্ড। তিনি বলেন, ‘এটা আমার দেখা পেশাদার ক্রিকেটে তরুণদের মধ্যে অন্যতম সেরা ইনিংস। আমার চোখে দেখা অন্যতম সেরা সেঞ্চুরি এটি। চাপের মুখে, হেরে গেলেই বাদ এমন পরিস্থিতিতে সে যেভাবে খেলেছে তাতে মনে হয়েছে তার হাতে যেন অনেক সময় ছিল। সে দারুণ খেলছে। বাংলাদেশের জন্য দারুণ একটি সম্পদ হতে যাচ্ছে সে কারণ সে তরুণ।’ অন্যদিকে এলিমিনিটরের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী তানজিদ তামিম। তিনি বলেন, ‘অবশ্যই আমরা আত্মবিশ্বাসী। বরিশালকে আমরা দুটি ম্যাচ হারিয়েছি। আশা করি তৃতীয়টিতেও আমরা জিততে পারবো। তার জন্য মাঠে আমাদের সেরাটাই দিতে হবে।’ চলতি আসরে এরইমধ্যে ৪৬ ম্যাচের মধ্যে ৪২টি শেষ হয়েছে। চূড়ান্ত হয়ে গেছে প্লে অফের চার দল। সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে দুর্দান্ত ঢাকা। তারা রেকর্ড ১১ ম্যাচে টানা হেরেছে। এছাড়াও সিলেট স্ট্রাইকার্সও বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। বিপিএলের চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট কাটে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এর আগে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাউন্ড রবিন লীগে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। বরিশালের বিপক্ষে জয় পেলে শীর্ষে ওঠার সুযোগ থাকতো কুমিল্লার। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথম কোয়ালিফায়ারে এ দুই দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী দল চলে যাবে ফাইনালে। আর পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটরে জয়ী দলের মুখোমুখি হবে।