বাংলারজমিন
লক্ষ্মীপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রী-শ্বশুর ও শাশুড়িসহ গ্রেপ্তার ৫
লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারলক্ষ্মীপুরের কমলনগরে কৃষক আবুল কাশেম হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় নিহতের স্ত্রী তাছলিমা বেগম ও শ্বশুরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বিকালে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। পরে তাদের কমলনগর থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত তাসলিমা বেগম ছাড়াও অন্যরা হচ্ছে নিহত কাশেমের শ্বশুর আলী আক্কাস, শ্যালক জহির উদ্দিন, স্ত্রীর বড় বোন আকলিমা বেগম ও শ্যালিকা তাহমিনা আক্তার। শুক্রবার গভীর রাতে কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। পরে তাদের ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক গোলাম মোর্শেদ বলেন, হত্যার ঘটনার কোনো তথ্য-প্রমাণ ছিল না। ঘটনার পর থেকেই তাহমিনা পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, কাশেম হত্যা মামলায় র্যাব ৫ জনকে গ্রেপ্তার করে। পরে থানায় হস্তান্তর করেছে। তাদেরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, ঘটনার ৩ মাস আগে আবুল কাশেম হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া এলাকার আলী আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করে। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। বুধবার সকালে কাশেমের মরদেহ সয়াবিন ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহত কাশেমকে শাসরোধে হত্যা করা হয়। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এ ঘটনায় পরের দিন কমলনগর থানায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।