অনলাইন
কুমিল্লায় ফের ঘোড়া দৌড়াবেন কায়সার, হাতির পিঠে তানিম আর বাসে সূচনা
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

কুমিল্লা সিটি করপোরেশন এর বিগত নির্বাচনে আওয়ামী লীগ (আরফানুল হক রিফাত) এবং বিএনপি (মনিরুল হক সাক্কু) নেতা বলে পরিচিত দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু, তা ছাপিয়ে ওই নির্বাচনের মাধ্যমে কুমিল্লার রাজনীতিতে আলোচনায় চলে এসেছিলেন তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার।
নির্বাচনে অংশগ্রহণের কারণে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতির পদ থেকে বহিষ্কৃত হলেও প্রায় ৩০ হাজার (২৯ হাজার ৯৯) ভোট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা অপেক্ষাকৃত তরুণ এই নেতা। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ফের ঘোড়া প্রতীক পেয়েছেন কায়সার।
কুমিল্লার সিটি মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে শুক্রবার সকালে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের কন্যা ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন বাস প্রতীক। সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি এবং আওয়ামী লীগ নেতা নুর উর রহমান মাহমুদ তানিম (ভিপি তানিম) পেয়েছেন হাতি মার্কা।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তিনি মারা গেলে গত ২২ জানুয়ারি মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।