খেলা
জিতলেও বাদ খুলনা
স্পোর্টস রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্লেঅফে তিন দলের খেলা নিশ্চিত। এর মধ্যে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টেরিয়ান্স। আর ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় দল কারা! বলার অপেক্ষা রাখে না ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ফরচুন বরিশালই এগিয়ে। তবে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরই আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হবে তাদের প্লে অফে খেলা। আজ কুমিল্লার বিপক্ষে মিরপুর শেরেবাংলা মাঠে তারা জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্লে অফ। তবে প্রশ্ন হচ্ছে ১০ পয়েন্ট নিয়ে খুলনার সম্ভাবনা কি এখনো বেঁচে আছে! তারা যদি আজ সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে জিতে যায় হবে ১২ পয়েন্ট। আর বরিশাল হারলে দুই দলের পয়েন্ট হবে সমান। যদিও রান রেটে এগিয়ে আছে বরিশাল। কিন্তু তারা হারলে আর খুলনা বড় ব্যবধানে জিতলে তখন সমীকরণকি বদলে যাবে! কি হবে সেই সমীকরণ! প্রথমত খুলনাকে ২০ ওভারে সিলেটের বিপক্ষে করতে হবে ২’শর বেশী। এরপর তাদের বল করে আটকাতে হবে ২০ ওভারে ১ থেকে ১৩ রানের মধ্যে। ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই এমন কথা প্রচলিত থাকলেও খুলনার এমন সমীকরণ মেলানো কি সহজ হবে! অন্যদিকে বরিশালের সঙ্গে খুলনার রান রেটের ব্যবধান কমানোও কঠিন। তামিম ইকবালের দল হারলেও কোয়ালিফাই নিশ্চিত। তবে তাদের যদি কুমিল্লা এক বলের মধ্যে মাত্র ১ রানে অল আউট করে দিতে পারে সেই সেই ক্ষেত্রে রান রেটে ব্যবধান হবে খুলনার সঙ্গে। তার মানে বরিশাল কুমিল্লার সঙ্গে হালেও খুলনার সম্ভাবনা নেই। এক কথায় খুলনার শেষ চারের স্বপ্ন চট্টগ্রামের সঙ্গে হারের পরই শেষ হয়ে গেছে।