ঢাকা, ১২ জুলাই ২০২৫, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কমলনগরের সেই শ্রমিক লীগ নেতাকে অব্যাহতি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার
mzamin

লক্ষ্মীপুরের কমলনগরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার হাজিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক মনির হোসেনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত বুধবার রাতে দলীয় সিদ্ধান্তে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেন রাসেল ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন দোলনের দলীয় প্যাডে স্বাক্ষরিত অব্যাহতির একটি চিঠিতে জানানো হয়। মনির হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফয়েজ আহমদ ব্যাপারী বাড়ির মৃত খোকনের ছেলে। তিনি হাজিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক হওয়ার পর দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকা থেকে নারী এনে নিজ বসতঘরে অসামাজিক কার্যক্রম চালান। বিষয়টি সবার নজরে আসলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৫ দিন আগে অভিযান দিয়ে দুই নারীকে আটক করে পুলিশে দেয়। ওই সময় মনির পালিয়ে যায়। এর পর শ্রমিক লীগ নেতা মনির কাউকে তোয়াক্কা না করে  আবারো বিভিন্ন এলাকা থেকে নারী এনে তার ব্যবসা চালিয়ে যায়। এতে ক্ষোভে ফুসে ওঠে এলাকাবাসী। পরে গত রোববার সন্ধ্যায় দুই শতাধিক লোক একত্রিত হয়ে ওই বসতঘরে হানা দেয়। এ সময় তিন নারী এক খদ্দেরকে আটক করলেও মনির পালিয়ে যায়। ওই রাতে পুলিশ বাদী হয়ে মনিরকে প্রধান আসামি করে এবং মনিরকে গ্রেপ্তার করা হয়। এদিকে উপজেলার করুনানগর বাজারের রিতা সিনেমা হল থেকে শুরু দলীয় পরিচয়ে বিভিন্ন স্পটে এখনো অসামাজিক কার্যক্রম চলে আসছে। এ সব অপকর্ম বন্ধে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status