বাংলারজমিন
কমলনগরে সয়াবিন ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবারলক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি এলাকায় একটি সয়াবিন ক্ষেত থেকে আবুল কাশেম (৩৪) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল সকালে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। তিনি উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের মোল্লা বাড়ির আবু সায়েদের ছেলে। পেশায় কৃষি শ্রমিক ছিলেন। প্রায় তিন মাস আগে চর জাঙ্গালিয়া গ্রামের আলী আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করে। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। কামেশের বাবা আবু সায়েদ জানান, গত মঙ্গলবার কাশেম তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বুধবার সকালে ছেলের মৃত্যুর খবর পান তিনি। তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি তার। ইউপি সদস্য ইয়াছিন আরাফাত বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড হতে পারে। কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, কেউ তাকে হত্যা করে সয়াবিন ক্ষেতে ফেলে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।