রাজনীতি
কারামুক্ত যুবদল নেতা কামাল আনোয়ার
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, ৪:১৭ অপরাহ্ন

এক সপ্তাহ পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি। বুধবার বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এসময় তাকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম দুলু , জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুবদল নেতা সোহেল রানা, নিশান রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদসহ অনেকেই।
প্রসঙ্গত, গত ১৪ই ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা থেকে লিফলেট বিতরণকালে উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।