খেলা
চ্যাম্পিয়ন আনসার
স্পোর্টস রিপোর্টার
২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবারওয়ালটন জাতীয় উন্মুক্ত সার্ভিসেস কুস্তির পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত তিন দিনব্যাপী খেলায় পুরুষ বিভাগে পাঁচটি স্বর্ণ, তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতে সেরা হয় আনসার। রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পেয়েছে তিন করে স্বর্ণ ও রুপা এবং চারটি। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার পেয়েছে সাতটি স্বর্ণ, দুটি রুপা ও একটি ব্রোঞ্জ। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে দুটি স্বর্ণ ও ছয়টি রুপা। পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী দলের ৭৪ কেজিতে স্বর্ণ জেতা জুয়েল। মহিলা বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আনসার দলের ৭৬ কেজিতে স্বর্ণপদক জেতা রোজিনা বেগম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার ও আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান উপস্থিত ছিলেন।