ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

কিংস পার্টি

অস্বাভাবিক উত্থান, স্বাভাবিক পতন

নাইম হাসান
১৮ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার
mzamin

কিংস পার্টি। বিভিন্ন সময়ে নির্বাচনের আগে হঠাৎ জন্ম হয়। ঝড়ের গতিতে আলোচনায়  আসে সর্বত্র। নেতাদের বাগাড়াম্বর দেশের দৃষ্টি কাড়ে। বছরের পর বছর দল তৈরি করে রাজপথে আন্দোলনে সক্রিয় থাকা অনেক দল নির্বাচন কমিশনের নিবন্ধন না পেলেও এসব কিংস পার্টি নিবন্ধন পেয়ে যায় খুব সহজেই। এসব দলের নেতাদের কথা শুনে মনে হয় নির্বাচনে তারা সংসদ দখল করে নেবে। কিন্তু যত গর্জে তত বর্ষে না- এর মতোই সময়ে অতল গহ্বরে হারিয়ে যায়। অস্বাভাবিক উত্থান হলেও পতন হয় স্বাভাবিক গতিতে। কারণ এদের নেই সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ। নেই কোনো শক্তিশালী সংগঠন।

বিজ্ঞাপন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমন ক’টি কিংস পার্টির উত্থান দেখেছে জাতি। আবার নির্বাচনের পর তাদের হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। বর্তমান সময়ে একেবারে পর্দার আড়ালে এসব পার্টি। এরমধ্যে রয়েছে তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর পরই এই তিনটি দল নিয়ে শুরু হয় আলোচনা। আইন অনুযায়ী তাদের নিবন্ধন পাওয়ার অনেক শর্তই অনুপস্থিত। তারপরও কাদের অনুকম্পায় এসব দল নিবন্ধন পেয়েছে তা সবারই জানা। এই অনুকম্পার কারণেই তারা ‘কিংস পার্টি’- হিসেবে পরিচিতি পায়। নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো ভোট বর্জন করে। কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত ও পদত্যাগ করা নেতারা তৃণমূল বিএনপি’র হাল ধরেন। নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে সরকারী দলের সঙ্গে দর কষাকষি করেন নেতারা। দেখা যায় সরকারও তাদের সমীহ করে। এই সমীহের কারণে তারা নিজেদের দেশের গুরুত্বপূর্ণ দলের কাণ্ডারী হিসেবে ভাবতে থাকেন। দ্বাদশ নির্বাচনের আগে বিএনএম নিয়েও আলোচনা ছিল সর্বত্র। ‘কিংস পার্টি’ হিসেবে খ্যাত এসব দল নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে এই তিনটি দলই সুবিধা করতে পারেনি। সংসদে জাতীয় পার্টিকে টপকে প্রধান বিরোধী দল হওয়ার স্বপ্নও দেখেছিলেন কিংস পার্টির কেউ কেউ। তবে দু’টি আসন বাদে বাকি সব আসনে জামানত হারান কিংস পার্টির প্রার্থীরা। সরজমিন এসব পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে কোনো নেতাকে পাওয়া যায়নি। সুনসান নীরবতা কার্যালয়গুলোতে। এসব পার্টির নির্বাচনে মনোনীত প্রার্থীরা এখন বলছেন, স্থানীয়ভাবে তাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে। জামানত হারিয়ে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, এই পার্টিগুলোর অস্বাভাবিক উত্থানের পরে স্বাভাবিক মৃত্যু হয়েছে। যুগে যুগে কিংস পার্টিগুলোর দশা এমনই হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ২৮টি রাজনৈতিক দলের ১৫৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তৃণমূল বিএনপি, বিএনএম ও বিএসপি’র প্রার্থী ছিল ২৭০ জন। শুধু বিএনএম’র দু’জন প্রার্থী ছাড়া বাকি ২৬৮ জনের জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের ২০ হাজার টাকা নির্বাচন কমিশনে জমা দিতে হয়। অর্থ ফেরত পেতে প্রার্থীদের নিজ আসনে ভোটারদের দেয়া ভোটের অন্তত ৮ ভাগের ১ ভাগ অথবা সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হবে। ভোটের ফলাফলে  দেখা গেছে, তিন দলের মাত্র সাতজন প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। তাদের মধ্যে দু’জন ছাড়া বাকি পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়। বাকি আসনগুলোয় নামমাত্র ভোট পেয়েছেন প্রার্থীরা। কোনো কোনো আসনে দেখা গেছে, ২৫০ থেকে ৪০০ ভোট পেয়েছেন। আবার কোনো কোনো কেন্দ্রে শূন্য, কোনোটিতে একটি ভোট পাওয়ার চিত্রও দেখা গেছে।

রাজনীতিতে হতাশার কোনো মূল্য নেই: তৈমূর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় থাকা তৃণমূল বিএনপি কোনো আসনেই জয়ী হতে পারেনি। নির্বাচনে জাতীয় পার্টির পর তৃতীয় সর্বোচ্চ প্রার্থীও দিয়েছিল এই দলটি। তবে তাদের ১৩৫ প্রার্থীর কেউই নির্বাচনে জয়ী হতে পারেননি। দলটির শীর্ষ নেতারাসহ সব প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। গত বুধবার বিকাল ৪টায় পল্টনের মেহেরবা প্লাজার ১৬ তলায় অবস্থিত তৃণমূল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় কোনো নেতা নেই। অফিস সহকারী জানান- বিকাল থেকে নেতাকর্মীরা আসেন। কথা হয় নওগাঁ-৬ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট পিকে আবদুর রউফ-এর সঙ্গে। তিনি জানান, নির্বাচনে ভরাডুবির পরে দলকে কীভাবে সুসংগঠিত করতে হবে তা নিয়ে কাউকেই ডাকা হয়নি। কেন্দ্র থেকে কোনো সভার আয়োজন করা হয়নি। তিনি বলেন, তৃণমূল বিএনপি’র কেন্দ্রীয় নেতারা অভিজ্ঞ রাজনৈতিকদের মূল্যায়ন করে না। এ সময় আরও দু’জন জেলা পর্যায়ের নেতা এলে তারাও একই সুরে কথা বলেন। কার্যালয়ে একঘণ্টা অবস্থান করলেও কোনো কেন্দ্রীয় নেতাকে চোখে পড়েনি।

নেতাকর্মীদের ক্ষোভ নিয়ে তৃণমূল বিএনপি’র মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেন, এটা ম্যান টু ম্যান ডিফার করতেই পারে। রাজনীতিতে হতাশার কোনো মূল্য নেই। উনাদের যেমন নির্বাচনে ভরাডুবি হয়েছে তেমনভাবে আমাদেরও হয়েছে। সবকিছু তো একটা সময়ের ব্যাপার। এমন তো না যে আমরা সরকারের সঙ্গে লিয়াজোঁ করে নির্বাচন করেছি। হতাশা নিয়ে রাজনীতি করার দরকার নাই। নির্বাচনী ভরাডুবির বিষয়ে তিনি বলেন, আমরা মাত্র দুই মাসের একটি দল। সরকারের সঙ্গে আমরা কোনো লিয়াজোঁ করিনি।

সরকার এই দয়া না দেখালেও পারতো: বিএনএম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির সাবেক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর নির্বাচনে অংশ নেন ফরিদপুর-১ আসন থেকে। ২২ হাজার ৪৬৫ ভোট পেলেও জামানত হারান তিনি। চাঁদপুর-৪ আসনে থেকে ১ হাজার ৭৭টি ভোট পেয়ে জামানত হারান দলটির মহাসচিব মো. শাহজাহান। সরজমিন গুলশান-২ এর প্লাডিয়াম মার্কেটের ৩য় তলায় অবস্থিত বিএনএম’র কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, সুনসান অফিস। ভেতরে প্রবেশ করতে দপ্তর সম্পাদকের কক্ষে মিলে অফিস সহকারীকে। তিনি জানান, বিকাল ৪টা/৫টা’র দিকে নেতাকর্মীরা আসেন। অনেকে মিটিং থাকলে আসেন। পার্টির অফিসে তিনটি কক্ষ। মুখ্য সমন্বয়ক, মহাসচিব ও কনফারেন্স রুম। সবগুলো কক্ষই ফাঁকা।

নির্বাচনের পরে পার্টি অফিসে নেতাকর্মীদের দেখা যায় না কেন- এমন প্রশ্নের জবাবে বিএনএম মহাসচিব মো. শাহজাহান বলেন, নির্বাচনে প্রার্থীরা যেভাবে তাদের আসনগুলোতে বিভিন্ন জায়গায় বঞ্চিত হয়েছেন এমন মানসিক অবস্থায় পার্টি অফিসে গিয়ে বসে থাকবে এটি আশা করা যথাযথ নয়। আমাদের রুটিন ওয়ার্ক বন্ধ আছে তাও নয়। নির্বাচনের আগের সময়ের সঙ্গে পরের সময় এক করে দেখার কোনো কারণ নাই। পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সারা দেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য একটি কমিটি করে দিয়েছি। ওরা বিভিন্ন জায়গায় কমিটি গঠনে কাজ করছে। চেষ্টা করছি আগামীতে মাঠে থাকার।

নির্বাচনে ভরাডুবির কারণ নিয়ে তিনি বলেন, কারও ফেভার ছাড়াও তো আমরা অন্তত ৮-১০টা আসন পেতেই পারতাম। আমরা সরকারের সঙ্গে কোনো লিয়াজোঁ করিনি। তবে আমাদের একটা প্রত্যাশা ছিল- সরকার যদি ফেয়ার ইলেকশন দেয়, তাহলে ৩৭টি আসন জিতবো। 

নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়ে গেছে সেটা একমাত্র পরোয়ারদিগার ছাড়া কেউ রক্ষা করতে পারবে কিনা আমার জানা নাই। তিনি আরও বলেন, বিকাল ৪টা পর্যন্ত ৭ শতাংশ ভোট পড়তে পারে। আওয়ামী লীগের তো কোনো কোনো আসনে ৩/৪ জন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীও ছিল। তাদের মূল প্রার্থী ও স্বতন্ত্র ভাগাভাগি করে আমার ঘরে ভোট বেশি আসার কথা। আমি তো দুর্বল, ভোট কাটতে পারি না। সরকারকে বিশ্বাস করাটা ভুল ছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা বিশ্বাস করেছিলাম- সারা বিশ্বকে অন্তত বুঝানোর জন্য হলেও সরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে। এই বিশ্বাসটা আমাদের ভুল ছিল।

সরকারকে বিশ্বাস করে ভুল করেছি: বিএসপি মহাসচিব
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে কেউ নির্বাচনে জয়ী হতে পারেনি। তাদের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি)  হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছিলেন দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী। নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের একটি অংশের সমর্থনও পেয়েছিলেন তিনি। তবুও পরাজিত হন তিনি। 

মিরপুর-১ এর শাহ্ আলীবাগে অবস্থিত বাংলাদেশ সুপ্রিম পার্টির অফিসের সামনে গিয়ে দেখা যায়, তিনটি ব্যানার ঝুলছে। একটি মিরপুর মেট্রো মডেল থানা, ঢাকা জেলা ও কেন্দ্রীয় কার্যালয়ের নামে। প্রতিটি ব্যানারেই পার্টির নাম ও ঠিকানা রয়েছে। অফিসের গেইট বন্ধ। নেতাকর্মীদের তেমন আনাগোনা নেই। দরজায় আঘাত করলে সিকিউরিটি গার্ড এসে গেইট  খোলেন। প্রতিবেদকের পরিচয় দিলে বলেন, সামনে উরস। এজন্য সবাই ফটিকছড়ি আছেন। অফিসে দলীয় কোনো নেতাকর্মী আছেন কিনা জানতে চাইলে তিনি ভেতরে এসে মসজিদের ইমামের সঙ্গে কথা বলতে বলেন। ইমাম সাইফুল ইসলামও উরসের কথা উল্লেখ করে বলেন, আমরা আছি। অফিস খোলা থাকলে পার্টির নেতাকর্মীরা আসেন। সিকিউরিটি গার্ড মন্টু হাওলাদার জানান, ধর্মীয় নানা অনুষ্ঠানে মুরিদরা জড়ো হন। অফিসের আশপাশে অবস্থিত দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক ও ধর্মীয়- দুই ধরনের মানুষের আনাগোনা হয় বিএসপি’র এই কার্যালয়ে। 

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার বলেন, আমাদের লোকজন তো কেউ নাই। সবাই চট্টগ্রাম, খাগড়াছড়ি ও ফটিকছড়িতে সভায় গেছেন। নির্বাচনী ভরাডুবির কারণ সম্পর্কে তিনি বলেন, যারা দেশ চালায় তারা আমাদেরকে কথা দিয়ে যেভাবে নির্বাচনে নিয়েছে, পরে কথার সঙ্গে কাজের কোনো মিল পাইনি। আমরা তাদের বিশ্বাস করে ভুল করেছি। এমনটা হবে আমরা তা বুঝিনি। 

কিংস পার্টির অস্বাভাবিক উত্থান ও পতন নিয়ে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তাদের অবস্থা এমনটাই হওয়ার কথা ছিল। তারা যে কাজটা করেছে এটা তো সম্মানিত কাজ নয়। এই দলগুলো সৃষ্টি করা হয়েছে যেন প্রধান বিরোধী দল বিএনপি থেকে নেতাকর্মীদের এনে দলগুলোতে যোগদান করিয়ে কীভাবে একটা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করা যায়। তাদের উদ্দেশ্যই তো সৎ ছিল না। এখন তারা সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হবে, এটাই তো স্বাভাবিক। তারা স্বার্থের জন্য এসেছিল। এখন স্বার্থসিদ্ধ হয়নি বলে তাদের এখানে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। একদল সুবিধাবাদী লোক এই দলগুলো সৃষ্টি করেছে। তারা উপহাসের পাত্র হওয়াই স্বাভাবিক।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, এদের পরিণতিই তো এমনটা হওয়ার ছিল। কোনোদিনই তাদের কোনো খবর ছিল না। নির্বাচন উপলক্ষে তাদের আবির্ভাব হয়েছিল। এককথায় তাদের অস্বাভাবিক উত্থানের পরে স্বাভাবিক মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশের প্রথম কিংস পার্টির নাম জাগো দল যা ১৯৭৯ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন পূর্বেই স্থাপিত হয়,ওই কিংস পার্টি জাগদলের প্রধান ছিলেন অবসর প্রাপ্ত বিচারপতি আব্দুস সাত্তার,তখন মশিউর রহমান যাদু মিয়ার নেতৃত্বে ভাসানী NAP ও কাজী জাফরের নেতৃত্বে শ্রমিক ফেডারেশন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে|তাদের উৎসাহ দেখে তৎকালীন প্রদান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান তাদের একত্রিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন|এবং জাগো দলের প্রধান বিচারপতি আব্দুস সাত্তার কে সরকারের উপরাষ্ট্রপতি ও মশিউর রহমান যাদু মিয়াকে জৈষ্ঠ মন্ত্রী হিসাবে নিয়োগ করেন|কালী জাফরকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করেন|তাই আলোচিত কিংস পার্টির যুগে যুগে আবির্ভাব ঘটেছে ও মৃত্যুবরণ করেছে|

Babul Chowdhury Hm
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৪:৪৬ পূর্বাহ্ন

বিএনএম প্রতিষ্ঠাতা পরিচয় দেয়া আঃ রহমান খোকনের কোন মতামত পাওয়া যায়নি?

মাহবুবুর রহমান
১৮ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৯:৩১ অপরাহ্ন

অবশ্যই এরা সফল । এদের টার্গেট এরা পুরণ করেছে। ফ্যাসিস্ট শাসন কায়েম আর কিছু উচ্ছিষ্ট পাওয়ার ধান্দা ছিল এবং তা পেয়েছেও সো তারা তাদের উদ্দে সফল।

মো: আনিছুর রহমান
১৮ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৮:৫৭ পূর্বাহ্ন

একদল সুবিধাবাদী লোক এই দলগুলো সৃষ্টি করেছে। তারা উপহাসের পাত্র হওয়াই স্বাভাবিক।

Md.Saifuuddin khaled
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৮:২১ অপরাহ্ন

ফালতু কথা না বলে বিএনপি, সমাজের বিশিষ্ট ব্যক্তি, বিশেষ বিশিষ্ট সম্পাদক, টিভি টকশো ব্যক্তিত্ব ইত্যাদিদের নিয়ে বিশেষ শ্যাডো কেবিনেট গঠন করে দেশবাসীকে সঠিক অবস্থা অভিহিত করা / যেহেতু দেশের অন্তত ৬০% মানুষ বিএনপি'র ডাকে নির্বাচন বর্জন করেছে, সেহেতু সরকার পতনের জন্য এই ধরণের বিশেষ পদক্ষেপের প্রয়োজন / লিফলেট বিলি করা, গলায় মালা পরানো, এস-ইউ-ভিতে খোলা সান রুফে ঠার হয় হাত নাড়লে সরকারের পতন হবেনা।

mohd. Rahman ostrich
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৭:৩২ অপরাহ্ন

এদের স্বাভাবিক মৃত্যু হয়েছে । উচিৎ শিক্ষা পেয়েছে । পাবলিকের সামনে এরা দাঁড়ায় কি ভাবে ?

কে মোস্তাবুল হক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৬:১৫ অপরাহ্ন

২০২৯ সালের শেষের দিকে আবার দেখা হবে@

Foyez Chowdhury
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৫:০৮ অপরাহ্ন

যুগে যুগে এধরণের মুনাফেক বিদ্যমান থাকবে।

শওকত আলী
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১:৫০ অপরাহ্ন

চমৎকার লেখা

Razzak shazib
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১২:০০ অপরাহ্ন

কিংস্ পার্টি না বলে এদের কে অনায়াসেই ধ্বজভঙ্গ পার্টি বলা যায়, কাগুজে দল গুলোর অস্তিত্ব তৃনমূলে কখনোই ছিলো না।

ইতরস্য ইতর
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১১:৩১ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status