ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

তুমি ছুয়ে দিলে হায়...

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার

বুক চিন চিন করছে হায়, মন তোমায় কাছে চায়, আমরা দু’জন দু’জনারে প্রেমের দুনিয়ায়, তুমি ছুয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। বাংলা সিনেমার এমন গানের সঙ্গে বাস কাঁপিয়ে  নেচেছেন শিক্ষক-ছাত্রছাত্রী। ঢলে পড়েছেন একজন আরেকজনের উপর। শিক্ষক-ছাত্রছাত্রীর উন্মাতাল ড্যান্সের ভিডিও ভাইরাল হওয়ার পর হচ্ছে তুমুল সমালোচনা। রি রি করছেন সবাই। ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর আলহাজ হারুন আল রশিদ কলেজের শিক্ষা সফরে এই কাণ্ড হয়েছে। গত ৮ই ফেব্রুয়ারি কুমিল্লার কোটবাড়ীতে শিক্ষা সফরের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। ওইদিন সকাল সাড়ে ৮টায় ৪টি বাসে করে শিক্ষা সফরে রওনা হন কলেজের প্রায় ২শ’ ছাত্রছাত্রী। সঙ্গে কলেজের অধ্যক্ষ, কয়েকজন শিক্ষক ও স্টাফ এবং পরিচালনা কমিটির ৩ জন সদস্য ছিলেন। শিক্ষা সফর শেষ করে রাত সাড়ে ১০টায় কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফিরে আসেন তারা। 
সূত্র জানায়, সফর শুরুর পর থেকেই বাসগুলোতে উচ্চস্বরে গানের সঙ্গে একত্রে নাচতে শুরু করেন শিক্ষার্থী এবং শিক্ষকরা। পুরো পথেই নাচগানে মাতোয়ারা ছিলেন তারা। একটি বাসে দু’জন শিক্ষকের সঙ্গে কয়েকজন ছাত্রীর নাচানাচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্পটে ওই দুই শিক্ষক আলাদা করে ছাত্রীদের সঙ্গে গ্রুপ ও সিঙ্গেল ছবি উঠিয়েছেন। সুহিলপুরের সর্দার রহিম আলী বলেন, এ ঘটনায় এলাকার বদনাম হয়েছে। কলেজের বদনাম হয়েছে। যারা এসব করেছে তাদের শাস্তি হওয়া উচিত। শিক্ষা সফরে ছাত্রছাত্রীদের সঙ্গী ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম, পরিচালনা কমিটির সদস্য আঙুর হাজারী, ফখরে আলম তাউস চৌধুরী ও মোবারক মুন্সী, শিক্ষকদের মধ্যে মোহাম্মদ আলী আজমত,  যোহায়ের আল মাকতুম, বিল্লাল হোসেন রানা, মো. আবু ইয়াছিন, মো. হানিফ মুন্সী, মো. জাফর আহমেদ, কনিকা পারভীন, অতিথি শিক্ষক মুর্শেদা আক্তার। স্টাফদের মধ্যে সহকারী লাইব্রেরিয়ান পারভীনা আক্তার, ফরহাদ হোসেন, মানিক মিয়া, আয়া বিলকিস আক্তার ও কুলসুম শিক্ষা সফরে যান। এ বিষয়ে জানতে চাইলে পরিচালনা কমিটির সদস্য মোবারক মুন্সী পরে কথা বলবেন বলে জানান। কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন। বলেন, এখন তো বুঝেন এডিট করে কতো কিছু করা যায়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status