রাজনীতি
তারেক রহমানের সঙ্গে ফখরুলের শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
সাড়ে তিন মাস পর জামিনে আজ কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বিকাল পৌনে ৪টার দিকে বের হন তিনি। পরে সন্ধ্যা সোয়া ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যান তিনি। সেখানে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চ্যুয়াল শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ স্থানীয় সরকার বিষয় সম্পাদক শাম্মি আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব প্রকৌশলী এম এ মতিন খান, যুবদলের সহ সভাপতি রুহুল আমিন আঁকিল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শাহাদাত প্রমুখ।