বিশ্বজমিন
সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারলে সরকার গঠন করতে পারে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা: শেহবাজ শরীফ
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৪ অপরাহ্ন
যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে কেন্দ্রে সরকার গঠন করতে পারে পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) স্বতন্ত্র প্রার্থীরা। আজ মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে এ কথা বলেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি আরও বলেন, যদি পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে ইমরান খানের পিটিআই তাহলে বিরোধী আসনে বসতে প্রস্তুত তার দল। তার ভাষায়, তারা সরকার গঠন করতে পারলে আমরা আনন্দের সঙ্গে তাদেরকে মেনে নেবো। আর যদি ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের সাংবিধানিক ও আইনগত অধিকার ব্যবহার করবো। তিনি বলেন, পিএমএলএনের সংখ্যাগরিষ্ঠতা আছে পাঞ্জাবে। দলীয় দিক থেকে কেন্দ্রে তার দল সবচেয়ে বড় এখন। তার ভাষায়, স্বতন্ত্র কিছু সদস্য আমাদের সঙ্গে যোগ দেয়ার পর আমাদের সদস্য সংখ্যা এখন ৮০। আরও স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে যোগ দেবেন বলেও তিনি জানান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
PML-N and Army are same now,corrupted and dangerous.
যে ১৮ আসনে কারচুপির অভিযোগ উঠেছে আমরা বিশ্বাস করি দুর্নীতিবাজ মুসলিম লীগ নওয়াজ তা কদেছে, পিটিআই এর ১৮ আসন তাদের সঙ্গে যোগ করে পিটিআই এর ১৮ আসন কমিয়েছে । পিটিআই ১১৯ আসনে বিজয়ী ছিল ।